সম্প্রতি আর্কা ফ্যাশন উইকে কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র্যাম্পে দ্যুতি ছড়ান রুনা খান। ডিজাইনার তানহা শেখের (তান) শো-স্টপার হিসেবে র্যাম্পে অংশ নেন এই অভিনেত্রী ও মডেল। সেই কাজের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন রুনা খান।
বিষয়টি নিয়ে গনমাধ্যমে তিনি বলেন, আমি মনে করি একজন আর্টিস্ট কোনো কাজ করবেন মানে সবার ভালো লাগবে এমনটা নয়। কোনোটা ভালো লাগবে কোনোটা লাগবে না। যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করেছে, যাদের ভালো লাগেনি তারা তাদের ভালো না লাগার কথা জানিয়ে সমালোচনা করেছেন। আলোচনা-সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। আমার কাছে কাজের প্রস্তাব এলে আমি আগ্রহী হয়ে গেলে সেই কাজগুলো আমি করবো।