ঢাকা , রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ উন্মোচন

বিশ্বের সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ এনেছে আসুস। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাইওয়ানিজ প্রতিষ্ঠান আসুস তাদের এই নতুন ল্যাপটপ ‘জেনবুক ফ্লিপ এস’ উন্মোচন করেছে।

আসুসের নতুন এই ‘টু-ইন-ওয়ান’ সুবিধার ল্যাপটপটিকে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যাবে। এর স্ক্রিন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। জেনবুক ফ্লিপ এস মাত্র ১০.৯ মিলিমিটার পাতলা। এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপের রেকর্ডের অধিকারী।

তুলনা করলে এর বিপরীতে রয়েছে এইচপির স্পেক্টর এক্স৩৬০ (১৩.৮ মিলিমিটার) ও অ্যাপল ম্যাকবুক এয়ার (১৭ মিলিমিটার)।

১৩.৩ ইঞ্চি স্ক্রিনের জেনবুক ফ্লিপ এস কনভার্টেবল ল্যাপটপটির ওজন মাত্র ১.১ কেজি, যা এইচপির স্পেক্টর এক্স৩৬০ ও অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপ থেকেও হালকা। ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন ৭৫০০ইউ প্রসেসর, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১ টেরাবাইট পিসিআইই এসএসডি স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর, ৪কে ডিসপ্লে, স্টাইলাশ পেন সাপোর্ট প্রভৃতি অত্যাধুনিক ফিচার। এছাড়াও এটি উইন্ডোজ হ্যালো সিকিউরিটি ফিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউএসবি-সি পোর্ট ছাড়াও রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। ১১.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপটি মাত্র ৪৯ মিনিট চার্জে ৬০ শতাংশ চার্জ হয়ে ৭ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

আসুসের নতুন এই ‘জেনবুক ফ্লিপ এস’ ল্যাপটপের দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার থেকে। সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ উন্মোচন

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭

বিশ্বের সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ এনেছে আসুস। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাইওয়ানিজ প্রতিষ্ঠান আসুস তাদের এই নতুন ল্যাপটপ ‘জেনবুক ফ্লিপ এস’ উন্মোচন করেছে।

আসুসের নতুন এই ‘টু-ইন-ওয়ান’ সুবিধার ল্যাপটপটিকে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যাবে। এর স্ক্রিন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। জেনবুক ফ্লিপ এস মাত্র ১০.৯ মিলিমিটার পাতলা। এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপের রেকর্ডের অধিকারী।

তুলনা করলে এর বিপরীতে রয়েছে এইচপির স্পেক্টর এক্স৩৬০ (১৩.৮ মিলিমিটার) ও অ্যাপল ম্যাকবুক এয়ার (১৭ মিলিমিটার)।

১৩.৩ ইঞ্চি স্ক্রিনের জেনবুক ফ্লিপ এস কনভার্টেবল ল্যাপটপটির ওজন মাত্র ১.১ কেজি, যা এইচপির স্পেক্টর এক্স৩৬০ ও অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপ থেকেও হালকা। ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন ৭৫০০ইউ প্রসেসর, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১ টেরাবাইট পিসিআইই এসএসডি স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর, ৪কে ডিসপ্লে, স্টাইলাশ পেন সাপোর্ট প্রভৃতি অত্যাধুনিক ফিচার। এছাড়াও এটি উইন্ডোজ হ্যালো সিকিউরিটি ফিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউএসবি-সি পোর্ট ছাড়াও রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। ১১.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপটি মাত্র ৪৯ মিনিট চার্জে ৬০ শতাংশ চার্জ হয়ে ৭ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

আসুসের নতুন এই ‘জেনবুক ফ্লিপ এস’ ল্যাপটপের দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার থেকে। সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল