বাঙালী কণ্ঠ ডেস্কঃ নজড়কাড়া ডিজাইনে বাজারে আসছে ওয়ান প্লাস ৮টি। এই ফোনে কালার শিফটিং ব্যাক প্যানেল ডিজাইন করা হয়েছে।
হাতের মধ্যে বদলে যাবে পিছনের অংশের রঙ। সিলভার রঙের সঙ্গে রয়েছে নীলের ছটা।
রিয়ার ক্যামেরার অংশও বদলে গিয়েছে। জানা গেছে ৩৯ জনের টিম এই ডিজাইনকে চূড়ান্ত করেছে।
গ্লাস ব্যাক প্যানেলে পাওয়া যাবে ওয়ান প্লাস ৮টি। দুটো রঙে বদলে যাবে একই ফোন। নোটিফেকশনের জন্য থাকছে এইডি লাইট। থাকছে উন্নত মানের সেন্সর।
দুটি ভিন্ন মডেলে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৮টি।