ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক ডেটিং অ্যাপে ভয়েস মেসেজ ফিচার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের ধরে রাখতে প্রতিনিয়ত নিয়ে আসছে নতুন নতুন আপডেট ও ফিচার। এরই ধারাবাহিকতায় এবার ফেসবুক শুধু টেক্সট মেসেজ নয়, ভয়েস মেসেজেরও গুরুত্ব দিয়েছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফেসবুক এবার তার ডেটিং প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ভয়েস মেসেজের সুবিধা। এ ছাড়াও আরও দুটি নতুন ফিচার নিয়ে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

যদিও ডেটিং এপ্লিকেশনে এতদিন শুধু মেসেজের মাধ্যমে বার্তার আদান-প্রদান করা যেত। অন্যদিকে, মহামারির কারণে বহু ডেটিং অ্যাপ ভিডিও ডেটিংয়ের সেবা দিয়েছে। ফেসবুকের টেক কমিউনিকেশনস ম্যানেজার আলেকজান্ড্র– ভোইকা নিজের টুইটারে একাউন্টের মাধ্যমে নতুন তিনটি ফিচারের ঘোষণা করেন। একটি হলো ভয়েস মেসেজের সুবিধা ও অন্য দুটি হলো ম্যাচ অ্যানিহোয়ার ও লাকি পিক। এবার থেকে ব্যবহারকরীরা তাদের সঠিক ‘ম্যাচ’-এর সঙ্গে ‘অডিও ডেট’ করতে পারবে। বাম্বল ডেটিং এপলিকেশন তার ব্যবহারকরীদের জন্য ভিডিও চ্যাটের অপশন নিয়ে এসেছে। টিন্ডার জুলাই মাসে ‘ফেস টু ফেস’ অপশন নিয়ে এসেছে। ম্যাচ অ্যানিহোয়ার ফিচারটির সাহায্যে ব্যবহারকরী বিশ্বের যে কোনো জায়গায় তাদের সঠিক ম্যাচ খুঁজে পাবেন বলে জানা গেছে। এ অপশন টিন্ডার আগে থেকে রেখেছিল বলে জানা গেছে। আর লাকি পিক হলো একটি অন্যতম ফিচার যার সাহায্যে ব্যবহারকারী একেবারে আনকমন কাউকে খুঁজে পাবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ফেসবুক ডেটিং অ্যাপে ভয়েস মেসেজ ফিচার

আপডেট টাইম : ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের ধরে রাখতে প্রতিনিয়ত নিয়ে আসছে নতুন নতুন আপডেট ও ফিচার। এরই ধারাবাহিকতায় এবার ফেসবুক শুধু টেক্সট মেসেজ নয়, ভয়েস মেসেজেরও গুরুত্ব দিয়েছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফেসবুক এবার তার ডেটিং প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ভয়েস মেসেজের সুবিধা। এ ছাড়াও আরও দুটি নতুন ফিচার নিয়ে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

যদিও ডেটিং এপ্লিকেশনে এতদিন শুধু মেসেজের মাধ্যমে বার্তার আদান-প্রদান করা যেত। অন্যদিকে, মহামারির কারণে বহু ডেটিং অ্যাপ ভিডিও ডেটিংয়ের সেবা দিয়েছে। ফেসবুকের টেক কমিউনিকেশনস ম্যানেজার আলেকজান্ড্র– ভোইকা নিজের টুইটারে একাউন্টের মাধ্যমে নতুন তিনটি ফিচারের ঘোষণা করেন। একটি হলো ভয়েস মেসেজের সুবিধা ও অন্য দুটি হলো ম্যাচ অ্যানিহোয়ার ও লাকি পিক। এবার থেকে ব্যবহারকরীরা তাদের সঠিক ‘ম্যাচ’-এর সঙ্গে ‘অডিও ডেট’ করতে পারবে। বাম্বল ডেটিং এপলিকেশন তার ব্যবহারকরীদের জন্য ভিডিও চ্যাটের অপশন নিয়ে এসেছে। টিন্ডার জুলাই মাসে ‘ফেস টু ফেস’ অপশন নিয়ে এসেছে। ম্যাচ অ্যানিহোয়ার ফিচারটির সাহায্যে ব্যবহারকরী বিশ্বের যে কোনো জায়গায় তাদের সঠিক ম্যাচ খুঁজে পাবেন বলে জানা গেছে। এ অপশন টিন্ডার আগে থেকে রেখেছিল বলে জানা গেছে। আর লাকি পিক হলো একটি অন্যতম ফিচার যার সাহায্যে ব্যবহারকারী একেবারে আনকমন কাউকে খুঁজে পাবে বলে জানা গেছে।