বাঙালী কণ্ঠ নিউজঃ মার্কিন টেক জায়ান্ট গুগল ক্যামেরায় যোগ হয়েছে সেলফি ফ্ল্যাশ। অ্যাপটির নতুন আপডেটে এ ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
বর্তমান বাজারে বেশিরভাগ স্মার্টফোনেই সামনে ফ্ল্যাশ নেই। এ কারণে কম আলোতে সেলফি তোলার সুবিধার্থে ক্যামেরা অ্যাপে সফটওয়্যার ফ্ল্যাশ যোগ করেছে গুগল।
সেলফি ফ্ল্যাশ আনা হলেও আপাতত শুধু অ্যান্ড্রয়েড ৭.১.১ চালিত সাম্প্রতিক নেক্সাস ও পিক্সেল ডিভাইসে ব্যবহার করা যাবে এটি। এছাড়া হাতেগোনা কয়েকটি দেশে এ আপডেট দিয়েছে প্রতিষ্ঠানটি।
সামনের ক্যামেরা ব্যবহার করার সময় গ্রাহক এটি অন বা অটোমেটিক মোডে চালু করতে পারবেন।
শুধু সেলফি ফ্ল্যাশ নয়, নতুন আপডেটে ‘ডাবল ট্যাপ টু জুম’ ফিচারও চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারী প্রথমবার ডাবল ট্যাপ করে ৫০ শতাংশ জুম করতে পারবেন। পরে আবারও ডাবল ট্যাপ করে জুম করা যাবে এতে।
এর আগে আইফোনে প্রথম সেলফি ফ্ল্যাশ ফিচার যোগ করে অ্যাপল। সূত্র : ফাস্টপোস্ট ডটকম