ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ আনলো আসুস

বাঙালী কণ্ঠ নিউজঃ হালকা–পাতলা একটি গেমিং ল্যাপটপ আনলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। আরজি সিরিজের এই গেমিং ল্যাপটপটির মডেল আসুস আরজি জেফিরাস। এটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ রুপিতে। আসুস দাবি করছে তাদের নতুন এই ল্যাপটপটি বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। আকর্ষণীয় এই ল্যাপটপটিতে আছে এনভিডিয়া জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির ওজন মাত্র ৩ কেজি। ল্যাপটপটিতে আছে ইনটেল কোর আই ৭ কাবি লেক প্রসেসর। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। ভার্চুয়াল রিয়েলিটি সমর্থনযোগ্য এই ল্যাপটপটিতে ঠান্ডা রাখার জন্য এরো এক্সিলেরোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে গেম খেলার সময় এটি প্রসেসরকে ঠান্ডা রাখার পাশাপাশি বাতাস চলাচল নিশ্চিত করবে। আসুস আরজি জেফিরাস গেমিং ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে এন্টি গেহ্ময়ার কোটি, এনভিডিয়া জি–সিঙ্ক এবং ২৪ জিবি এসডি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে ইউএসবি টাইপ সি পোর্ট, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ, এইচডিএমআই, ওয়াইফাই এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ আনলো আসুস

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ হালকা–পাতলা একটি গেমিং ল্যাপটপ আনলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। আরজি সিরিজের এই গেমিং ল্যাপটপটির মডেল আসুস আরজি জেফিরাস। এটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ রুপিতে। আসুস দাবি করছে তাদের নতুন এই ল্যাপটপটি বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। আকর্ষণীয় এই ল্যাপটপটিতে আছে এনভিডিয়া জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির ওজন মাত্র ৩ কেজি। ল্যাপটপটিতে আছে ইনটেল কোর আই ৭ কাবি লেক প্রসেসর। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। ভার্চুয়াল রিয়েলিটি সমর্থনযোগ্য এই ল্যাপটপটিতে ঠান্ডা রাখার জন্য এরো এক্সিলেরোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে গেম খেলার সময় এটি প্রসেসরকে ঠান্ডা রাখার পাশাপাশি বাতাস চলাচল নিশ্চিত করবে। আসুস আরজি জেফিরাস গেমিং ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে এন্টি গেহ্ময়ার কোটি, এনভিডিয়া জি–সিঙ্ক এবং ২৪ জিবি এসডি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে ইউএসবি টাইপ সি পোর্ট, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ, এইচডিএমআই, ওয়াইফাই এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।