ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য তৈরি করেছে ক্ষুদ্রাকৃতির রোবট সার্জন

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির রোবট সার্জন উদ্ভাবন করলেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। এই রোবটি মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এটি দিয়ে ওপেন সার্জারি করা সম্ভব। মানুষের বাহু অনুকরণে তৈরি এই রোবটটির নাম দেয়া হয়েছে ভারসিয়াস। এটি দিয়ে হার্নিয়া অপারেশন, কোলোরেটাল অপারেশন, পোস্ট্রেট , কান, নোজ এবং গলা অপারেশন করা সম্ভব।

বিজ্ঞানীরা জানিয়েছে, রোবটি দিয়ে অপারেশন করা হলে সময় যেমন বাঁচবে তেমনি অপারেশন পরবর্তী জটিলতাও কমবে। এছাড়াও এই রোবটটি দিয়ে অপারেশনের পর রোগীরা ব্যথাও কম অনুভব করবেন।

অপারেশন থিয়েটারে রোবটটি নড়াচড়ার জন্য একটি কনসোল রয়েছে। যাতে একটি ত্রিমাত্রিক ডিসপ্লে রয়েছে। রোবটির উদ্ভাবনকারী দলের প্রধান ক্যামব্রিজ মেডিকেল রোবোটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্টিন ফ্রস্ট বলেন, ‘আমাদের উদ্ভাবিত রোবটিক আর্মটি ল্যাপরোস্কোপিক সার্জারির জন্য আদর্শ।’

গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, রোবটটি মানুষের বাহুর মতই কাজে পারঙ্গম। প্রযুক্তিসমৃদ্ধ রোবটটি মানুষের শরীরের দ্রুততার সঙ্গে ছুড়ি–কাঁচি চালনা করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য তৈরি করেছে ক্ষুদ্রাকৃতির রোবট সার্জন

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির রোবট সার্জন উদ্ভাবন করলেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। এই রোবটি মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এটি দিয়ে ওপেন সার্জারি করা সম্ভব। মানুষের বাহু অনুকরণে তৈরি এই রোবটটির নাম দেয়া হয়েছে ভারসিয়াস। এটি দিয়ে হার্নিয়া অপারেশন, কোলোরেটাল অপারেশন, পোস্ট্রেট , কান, নোজ এবং গলা অপারেশন করা সম্ভব।

বিজ্ঞানীরা জানিয়েছে, রোবটি দিয়ে অপারেশন করা হলে সময় যেমন বাঁচবে তেমনি অপারেশন পরবর্তী জটিলতাও কমবে। এছাড়াও এই রোবটটি দিয়ে অপারেশনের পর রোগীরা ব্যথাও কম অনুভব করবেন।

অপারেশন থিয়েটারে রোবটটি নড়াচড়ার জন্য একটি কনসোল রয়েছে। যাতে একটি ত্রিমাত্রিক ডিসপ্লে রয়েছে। রোবটির উদ্ভাবনকারী দলের প্রধান ক্যামব্রিজ মেডিকেল রোবোটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্টিন ফ্রস্ট বলেন, ‘আমাদের উদ্ভাবিত রোবটিক আর্মটি ল্যাপরোস্কোপিক সার্জারির জন্য আদর্শ।’

গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, রোবটটি মানুষের বাহুর মতই কাজে পারঙ্গম। প্রযুক্তিসমৃদ্ধ রোবটটি মানুষের শরীরের দ্রুততার সঙ্গে ছুড়ি–কাঁচি চালনা করতে পারে।