বাঙালী কণ্ঠ নিউজঃ অ্যাপলের বহুল আলোচিত আইফোন টেন নিয়ে সবার মধ্যেই আগ্রহের শেষ নেই। এবার নতুন আরেকটি বিষয় উঠে এসেছে। অ্যাপল কখনও আইফোনের ব্যাটারিবিষয়ক তথ্য জনসমক্ষে প্রকাশ করে না। তবে গ্রাহকদের জন্য আইফোন ১০ খুলে দেখা গেছে এতে দুটি ব্যাটারি রয়েছে। সম্প্রতি চীনে আইফোন টেন স্মার্টফোনটি খোলা হয় এবং স্মার্টফোন খোলার সম্পূর্ণ দৃশ্যটি ভিডিও করা হয়।
ভিডিওতে দেখা গেছে আইফোন টেনে দুটি ব্যাটারি আছে। ব্যাটারি দুটি আলাদা আলাদাভাবে ফোনের ভেতরে রাখা আছে। চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট টিনাতে আইফোন টেনের ব্যাটারির তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে আইফোন টেনে ২৭১৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ভিডিওতে আইফোন টেনে ডুয়াল ব্যাটারিসহ ট্রু– ডেপথ ক্যামেরা সেন্সর দেখা গেছে।তাছাড়া এতে অ্যাপলের এ১১ বায়োনিক প্রসেসর ছিল।
এদিকে আইফিক্সিট আইফোন ৮ প্লাস স্মার্টফোনও খুলে দেখেছে। তাতে আইফোন টেনের মতো দুটি ব্যাটারি নেই। ফোনে একটি মাত্র ব্যাটারি আছে যার ক্ষমতা ২৬৯১ মিলিঅ্যাম্পিয়ার। অ্যাপলের দাবি আইফোন টেন আইফোন ৭ স্মার্টফোনের থেকে ২ ঘণ্টা বেশি চার্জ ধরে রাখে। তাছাড়া এটি তারবিহীন চার্জিং প্রযুক্তি সমর্থন করে তৈরি করা হয়েছে।