বাঙালী কণ্ঠ নিউজঃ সনির সাইবার শট ক্যামেরার কথা অনেকেই হয়তো শুনে থাকবেন। এই ক্যামেরার খ্যাতি ছিল জগৎ জোড়া। যখন স্মার্টফোনের প্রচলন খুব বেশি একটা শুরু হয়নি, তখন শৌখিন মানুষরা ছবি তোলার জন্য বেছে নিতেন সনির সাইবার শট ক্যামেরা। এবার এই সাইবার শট ক্যামেরা মিলবে সনির নতুন ফোনে। সনি সম্প্রতি ঘোষণা দিয়েছে সাইবার ক্যামেরা ফিচার সমৃদ্ধ ফোন বাজারে আনার। এই ফোনটির মডেল সনি এক্সপেরিয়া সাইবার শট। ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এতে অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে।
সনির নতুন এই ফ্লাগশিপ ডিভাইস ডিভাইসটির ক্যামেরাকে প্রাধান্য দেয়া হয়েছে। স্টোরেজের জন্য ফোনটিতে ৫১২ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য ফোনটিতে আছে দুইটি ২৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সনি এক্সপেরিয়া সাইবার শট ফোনটিতে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য এতে আছে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
২০১৮ সালের জানুয়ারি মাসে ফোনটি বাজারে আসবে। এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৫১৫ ডলার।