ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইমেসেজেই সার্চ করা যাবে গুগল অ্যাপের নতুন আপডেটে

বাঙালী কণ্ঠ নিউজঃ গুগল সার্চ অ্যাপল আইমেসেজের মধ্যেই এখন ব্যবহার করা যাবে। আইমেসেজের প্লাগইন যুক্ত করা হয়েছে গুগল অ্যাপের নতুন আপডেটে। এর মাধ্যমে চ্যাট করার সময় অ্যাপ থেকে বের না হয়ে সরাসরি সার্চ করে সার্চের উত্তর পাঠানো যাবে। সরাসরি সার্চ করা ছাড়াও আশপাশের রেস্টুরেন্ট সম্পর্কে নিজ থেকে জানাবে গুগল প্লাগইন। এছাড়াও খাবারের ধরন অনুযায়ী স্থানীয় রেস্টুরেন্ট খোঁজা যাবে। এভাবে ওষুধ, ডাক্তার, এমনকি শব্দের অর্থও বের করা যাবে এ প্লাগইনের মাধ্যমে। গুগল অ্যানিমেশন সার্চ করে পাঠানোর জন্য জিআইএফ সার্চ অপশন যুক্ত করেছে। গুগলের নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েডে আগেই ছিল, এখন আইওএস ব্যবহারকারীরাও এগুলোর স্বাদ পাবেন।

গুগলের পরামর্শ যারা ফিচারগুলো আইমেসেজে পেতে চান, তাদের গুগল অ্যাপ আপডেট করে নিতে বলা হয়। জিবোর্ড অ্যাপের মাধ্যমেই ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। গুগল অ্যাপের নতুন আরেকটি ফিচার ‘রিলেটেড কনটেন্ট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারে থেকে কোনো বিষয়ের ওপর লেখা বা ওয়েবসাইট গুগল অ্যাপে শেয়ার করলে পরবর্তী সময় ওই বিষয়ের ওপর নতুন নতুন লিংক গুগল নিজ থেকেই পৌঁছে দেবে। সূত্র : দ্য ভার্জ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আইমেসেজেই সার্চ করা যাবে গুগল অ্যাপের নতুন আপডেটে

আপডেট টাইম : ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ গুগল সার্চ অ্যাপল আইমেসেজের মধ্যেই এখন ব্যবহার করা যাবে। আইমেসেজের প্লাগইন যুক্ত করা হয়েছে গুগল অ্যাপের নতুন আপডেটে। এর মাধ্যমে চ্যাট করার সময় অ্যাপ থেকে বের না হয়ে সরাসরি সার্চ করে সার্চের উত্তর পাঠানো যাবে। সরাসরি সার্চ করা ছাড়াও আশপাশের রেস্টুরেন্ট সম্পর্কে নিজ থেকে জানাবে গুগল প্লাগইন। এছাড়াও খাবারের ধরন অনুযায়ী স্থানীয় রেস্টুরেন্ট খোঁজা যাবে। এভাবে ওষুধ, ডাক্তার, এমনকি শব্দের অর্থও বের করা যাবে এ প্লাগইনের মাধ্যমে। গুগল অ্যানিমেশন সার্চ করে পাঠানোর জন্য জিআইএফ সার্চ অপশন যুক্ত করেছে। গুগলের নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েডে আগেই ছিল, এখন আইওএস ব্যবহারকারীরাও এগুলোর স্বাদ পাবেন।

গুগলের পরামর্শ যারা ফিচারগুলো আইমেসেজে পেতে চান, তাদের গুগল অ্যাপ আপডেট করে নিতে বলা হয়। জিবোর্ড অ্যাপের মাধ্যমেই ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। গুগল অ্যাপের নতুন আরেকটি ফিচার ‘রিলেটেড কনটেন্ট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারে থেকে কোনো বিষয়ের ওপর লেখা বা ওয়েবসাইট গুগল অ্যাপে শেয়ার করলে পরবর্তী সময় ওই বিষয়ের ওপর নতুন নতুন লিংক গুগল নিজ থেকেই পৌঁছে দেবে। সূত্র : দ্য ভার্জ