বাঙালী কণ্ঠ নিউজঃ প্রাথমিকস্তর থেকেই শিশুদের প্রোগ্রামিং শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
মতিঝিলের চেম্বার ভবনে মেট্রোপলটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (এমসিসিআই) আয়োজিত ‘প্রযুক্তি, উদ্ভাবন ও তার প্রয়োগ’ বিষয়ক এক সেমিনারে বৃহস্পতিবার (৫ এপ্রিল) তিনি এ পরিকল্পনার কথা জানান।
মোস্তফা জব্বার বলেন, উদ্ভাবনী কাজের পেছনে সরকারের ব্যয় অনেক কম। এ কাজে নতুন প্রজন্মকে সহযোগিতা দেওয়ার জন্য এমসিসিআই যে দাবি জানিয়েছে, তা সরকারের উচ্চমহলে পৌঁছানোর জন্য দায়িত্ব নিচ্ছি।
এমসিসিআই সভাপতি নিহাদ কবির বলেন, তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে এখনও ট্যাক্স সংক্রান্ত ঝামেলা রয়েছে। এ বিষয়টিও সমাধান প্রয়োজন।
সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রুজনুজ্জামান কি-নোট উপস্থাপন করেন।
এসময় আরও বক্তব্য রাখেন প্রযুক্তিবিদ ও প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী, ড. আরিফ দৌলা, হাবিবুল্লাহ এন করিম, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া বশির প্রমুখ।