ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা প্রাথমিকে শিক্ষার্থীদের খাবার কর্মসূচি চালু করা হবে : উপদেষ্টা উপদেষ্টা ফারুকী-বশিরকে নিয়ে বিতর্ক, যা বললেন মাহফুজ আলম নেতাকর্মীদের রেখে স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর জলবায়ু সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এলডিসি’র বৈঠকে যা বললেন ড. ইউনূস ঊনপঞ্চাশে আমিশার জীবনে প্রেম আ.লীগ কি আগামী নির্বাচনে আসবে? যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান

গেমিং চেয়ার বাজারে ছেড়েছে গিগাবাইট

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট দেশের বাজারে নিজেদের নতুন গেমিং চেয়ার নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি গেমারদের থেকে বিপুল জনপ্রীয়তা পাওয়ায় এখন আর শুধু প্রোডাক্ট না বরং গেমারদের আরাম দিকেই মনোযোগ দিয়েছে।

গিগাবাইট তাদের অন্যান্য অরোস লাইনআপের মত এই গেমিং চেয়ারটিতেও দিয়েছে কালো-কমলা রঙের থিম। হেডসেট ও লুম্বার কুশন এবং ব্যাকরেস্ট এ রয়েছে অরোস-লেখাসহ লোগো।

চেয়ারটি লেদারের তৈরি এবং এর উপর কার্বন ফাইবারের ডিজাইন দেওয়া হয়েছে যা চেয়ারটিকে করেছে আরামদায়ক। ইরগোনোমিক ডিজাইনের সুবাদে অনেকক্ষণ বসে থাকার পরও আপনার ঘাড় এবং কোমরকে স্প্রেইনের হাত থেকে রক্ষা করে এই চেয়ারটি। চেয়ারটির উচ্চতা অ্যাডজাস্টেবল হওয়ায় যেকোন টেবিলের সাথে সহজেই চেয়ারটি ব্যবহার করতে পারবেন।

চেয়ারটির ব্যাকরেস্টটি বেশ উঁচু হবার সুবাদে যেকোন উচ্চতার মানুষই আরামের সাথে চেয়ারে বসতে পারবেন। চেয়ারটিতে রয়েছে ফ্লেক্সিবল সিটব্যাক যা আপনি একটি লেভারের সাহায্যে খুব সহজেই ১৮০ডিগ্রি পর্যন্ত আপনার মনমত পজিশনে সেট করতে পারবেন। আর হ্যাঁ, এতে উপুর হয়ে পড়ে যাওয়ার কোন ভয় নেই নরম এবং অ্যাডজাস্টেবল হাতল দু’টি আপনার কাঁধ এবং কব্জির আরাম নিশ্চিত করে।

এছাড়াও চেয়ারটিতে দেওয়া হয়েছে হেডসেট এবং লুম্বার কুশন যা আপনার দীর্ঘ গেমিং সেশনকে করে আরামদায়ক এবং আপনি চাইলে এই গেমিং চেয়ারে বসে ঘুমাতেও পারেন চেয়ারটির ৫টি চাকা রয়েছে যা লকেবল। যাতে করে চেয়ারটি একটি জায়াগাতেই স্থির থাকে আর আপনিও চেয়ার বসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে না যানআকর্ষণীয় লুক, এরগোনমিক ডিজাইন, আরামদায়ক ফিচারে সমৃদ্ধ এই চেয়ারটি আপনার গেমিং এক্সপেরিয়েন্সকে বদলে দিতে যথেষ্ট।

চেয়ারটি স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এসেছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার ৫০০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ

গেমিং চেয়ার বাজারে ছেড়েছে গিগাবাইট

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট দেশের বাজারে নিজেদের নতুন গেমিং চেয়ার নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি গেমারদের থেকে বিপুল জনপ্রীয়তা পাওয়ায় এখন আর শুধু প্রোডাক্ট না বরং গেমারদের আরাম দিকেই মনোযোগ দিয়েছে।

গিগাবাইট তাদের অন্যান্য অরোস লাইনআপের মত এই গেমিং চেয়ারটিতেও দিয়েছে কালো-কমলা রঙের থিম। হেডসেট ও লুম্বার কুশন এবং ব্যাকরেস্ট এ রয়েছে অরোস-লেখাসহ লোগো।

চেয়ারটি লেদারের তৈরি এবং এর উপর কার্বন ফাইবারের ডিজাইন দেওয়া হয়েছে যা চেয়ারটিকে করেছে আরামদায়ক। ইরগোনোমিক ডিজাইনের সুবাদে অনেকক্ষণ বসে থাকার পরও আপনার ঘাড় এবং কোমরকে স্প্রেইনের হাত থেকে রক্ষা করে এই চেয়ারটি। চেয়ারটির উচ্চতা অ্যাডজাস্টেবল হওয়ায় যেকোন টেবিলের সাথে সহজেই চেয়ারটি ব্যবহার করতে পারবেন।

চেয়ারটির ব্যাকরেস্টটি বেশ উঁচু হবার সুবাদে যেকোন উচ্চতার মানুষই আরামের সাথে চেয়ারে বসতে পারবেন। চেয়ারটিতে রয়েছে ফ্লেক্সিবল সিটব্যাক যা আপনি একটি লেভারের সাহায্যে খুব সহজেই ১৮০ডিগ্রি পর্যন্ত আপনার মনমত পজিশনে সেট করতে পারবেন। আর হ্যাঁ, এতে উপুর হয়ে পড়ে যাওয়ার কোন ভয় নেই নরম এবং অ্যাডজাস্টেবল হাতল দু’টি আপনার কাঁধ এবং কব্জির আরাম নিশ্চিত করে।

এছাড়াও চেয়ারটিতে দেওয়া হয়েছে হেডসেট এবং লুম্বার কুশন যা আপনার দীর্ঘ গেমিং সেশনকে করে আরামদায়ক এবং আপনি চাইলে এই গেমিং চেয়ারে বসে ঘুমাতেও পারেন চেয়ারটির ৫টি চাকা রয়েছে যা লকেবল। যাতে করে চেয়ারটি একটি জায়াগাতেই স্থির থাকে আর আপনিও চেয়ার বসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে না যানআকর্ষণীয় লুক, এরগোনমিক ডিজাইন, আরামদায়ক ফিচারে সমৃদ্ধ এই চেয়ারটি আপনার গেমিং এক্সপেরিয়েন্সকে বদলে দিতে যথেষ্ট।

চেয়ারটি স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এসেছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার ৫০০ টাকা।