ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে নেওয়ার ঘোষণা

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবেন। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই ৪ ঘণ্টা করে তারা কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশে শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যুব দিবসে যুবকদের আরও বেশি কীভাবে সম্পৃক্ত করা যায় সে জন্য আমাদের একটা মেলা হবে। যাতে যুবকরা আরও সম্পৃক্ত হয়, এ রকম কর্মসূচি আমরা হাতে নেব।’

তিনি বলেন, ‘যুবক-তরুণরা যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে যাতে সেলিব্রেট করা যায়, সেটা আমাদের লক্ষ্য থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, তাদেরকে সম্পৃক্ত করছি। দেশের প্রত্যেক সেক্টরে আমরা ছাত্র-যুবকদের সম্পৃক্ত করছি।”

আসিফ বলেন, যুব দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স; শপথ বাক্য পাঠ, প্রতি জেলায় ২৪টি করে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, জলাশয় ও খাল পরিষ্কারকরণ কর্মসূচি। সারাদেশে ৬৪টি খাল পরিষ্কার করা হবে। শুধু একবার পরিষ্কার করে ছেড়ে দেওয়া নয়। পরবর্তীতে যাতে সেটা সে অবস্থায় থাকে তা নিশ্চিত করা হবে। যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন মোট বেকার রয়েছে ১ কোটি ৮০ লাখ। আর শিক্ষিত বেকার রয়েছে ২৬ লাখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে নেওয়ার ঘোষণা

আপডেট টাইম : ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবেন। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই ৪ ঘণ্টা করে তারা কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশে শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যুব দিবসে যুবকদের আরও বেশি কীভাবে সম্পৃক্ত করা যায় সে জন্য আমাদের একটা মেলা হবে। যাতে যুবকরা আরও সম্পৃক্ত হয়, এ রকম কর্মসূচি আমরা হাতে নেব।’

তিনি বলেন, ‘যুবক-তরুণরা যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে যাতে সেলিব্রেট করা যায়, সেটা আমাদের লক্ষ্য থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, তাদেরকে সম্পৃক্ত করছি। দেশের প্রত্যেক সেক্টরে আমরা ছাত্র-যুবকদের সম্পৃক্ত করছি।”

আসিফ বলেন, যুব দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স; শপথ বাক্য পাঠ, প্রতি জেলায় ২৪টি করে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, জলাশয় ও খাল পরিষ্কারকরণ কর্মসূচি। সারাদেশে ৬৪টি খাল পরিষ্কার করা হবে। শুধু একবার পরিষ্কার করে ছেড়ে দেওয়া নয়। পরবর্তীতে যাতে সেটা সে অবস্থায় থাকে তা নিশ্চিত করা হবে। যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন মোট বেকার রয়েছে ১ কোটি ৮০ লাখ। আর শিক্ষিত বেকার রয়েছে ২৬ লাখ।