ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

তিন দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার বিকাল ৪টায় বড় মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।তারা বলছেন, ‘আমরা নিজেদের অধিকার রক্ষা করতে আন্দোলন করছি এবং যতক্ষণ আমরা না ইতিবাচক সাড়া পাই এখান থেকে সরব না। ’

এর আগে আজ অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর দেড়টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব। তারই অংশ হিসেবে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের এ অবস্থান।

এর আগে গতকাল ববিবার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সচিবালয়ের সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে

তিন দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার বিকাল ৪টায় বড় মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।তারা বলছেন, ‘আমরা নিজেদের অধিকার রক্ষা করতে আন্দোলন করছি এবং যতক্ষণ আমরা না ইতিবাচক সাড়া পাই এখান থেকে সরব না। ’

এর আগে আজ অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর দেড়টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব। তারই অংশ হিসেবে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের এ অবস্থান।

এর আগে গতকাল ববিবার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।