পুলিশের সুপার নিউমারারি পুলিশ সুপারসহ ৭৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ- শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৫৫ জন সুপার নিউমারারি, ১৯ জন স্বাভাবিক প্রক্রিয়ায় বদলি হয়েছেন। পৃথক ৩ আদেশে তাদের বদলি করা হয়।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।