বাঙালী কণ্ঠ ডেস্কঃ দেখতে দেখতে শীত এসে গেল। শীতের হিমহিম ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। আবহাওয়ার কারণে এ সময় ত্বকে কিছু সমস্যা তৈরি হয়।
আর মেয়েদের ত্বকের তুলনায় ছেলেদের ত্বক একটু বেশিই রুক্ষ হয়ে থাকে।বিশেষ করে গোসলের পর ত্বক হয় খসখসে। এই শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে হলে সঠিকভাবে এর যত্ন নেয়া চাই।
বাজারে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ও লোশন রয়েছে। তবে যাচাই-বাছাই করে ভালো মানের ক্রিম ব্যবহার করা উচিত। কারণ প্রসাধনী ভালো মানের না হলে ত্বকের ক্ষতি হতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক ছেলেদের ত্বকের যত্ন সম্পর্কে-
> শেভ করার কারণে এমনিতেই চামড়ায় আলাদা একটি চাপ পড়ে। আর শীতের সময় শেভ করলে ছেলেদের ত্বক বেশ খসখসে হয়ে যায়। তাই উন্নত মানের শেভিং ক্রিম ব্যবহার করতে হবে।
> শেভ করার পর অবশ্যই মুখে আফটার শেভ ব্যবহার করতে হবে। এতে ত্বককে রুক্ষতার হাত থেকে রক্ষা করা যাবে।
> যাদের ত্বক তৈলাক্ত, তাদের অয়েল ফ্রি ফেসওয়াশ ও সাবান ব্যবহার করতে হবে। কারণ অতিরিক্ত তেলের কারণে চেহারায় ধুলা-ময়লা বেশি জমতে পারে।
> রোদে চলাচলের ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।
> গোসলের ক্ষেত্রে গরম পানি ব্যবহারের প্রয়োজন হলে কুসুম গরম পানিতে গোসল সেরে ফেলতে পারেন।
> গোসলের পর গায়ে লোশন মাখতে হবে। এতে ত্বকের মসৃণতা সারা দিনের জন্য বজায় থাকবে।
> দিনের মধ্যে কয়েকবার মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে চেহারায় অতিরিক্ত ময়লা জমবে না।
> মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এতে ত্বকের কোমলতা ঠিক থাকবে।
> অনেকে শীতে কম পানি পান করে থাকেন। মনে রাখতে হবে, ত্বকের যত্নে পানির কোনো বিকল্প নেই। শীতের সময় বরং আরো বেশি পানি পান করতে হবে।
> শীতকালে বেশি করে শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে।
> ফল বরাবরই ত্বকের জন্য অনেক উপকারী। তাই প্রতিদিন একটি করে হলেও মৌসুমী ফল খেতে হবে।