ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের এই লোকটিই উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি

নাম রবার্ট ওয়াডলো। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে যুক্তরাষ্ট্রের এই লোকটিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘকায় মানুষ। তার উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি।

গত মঙ্গলবার ওয়াডলোর তরুণ বয়সের একটি ছবি টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এতে ওয়াডলো ও তার পরিবারের একটি ছবি রঙিন করে প্রকাশিত হয়। এর পরই ওই ছবিটি শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তারা ক্যাপশনে লেখে— বিশ্বের ইতিহাসের সব থেকে লম্বা মানুষটির এক অসাধারণ ছবি।

ওয়াডলোর জন্ম ১৯১৮ সালের ২২ ফেব্রুয়ারি। জন্মের সময় তার ওজন ছিল ৩ দশমিক ৮৫ কেজি। বয়স পাঁচ বছর হতে না হতেই ওয়াডলোর উচ্চতা দাঁড়ায় ৫ ফুট ৪ ইঞ্চি। এ জন্য শিশু বয়সে তাকে কিশোরদের জন্য তৈরি পোশাক পরতে হতো। মাত্র আট বছর বয়সে তিনি তার ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা বাবাকে ছাড়িয়ে যান। ১৭ বছর বয়সে এ কিশোরের উচ্চতা দাঁড়ায় ৮ ফুট ০.৫ ইঞ্চি। এর ফলে পৃথিবীর সবচেয়ে লম্বা কিশোরে পরিণত হন তিনি। ওয়াডলোর এমন দীর্ঘকায় শারীরিক গঠনের পেছনে মূল কারণ পিটুইটারি গ্লান্ডের হাইপারপ্লাসিয়া। এর প্রভাবে তার দেহে শারীরিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনের পরিমাণ ছিল অস্বাভাবিকভাবে বেশি।

মাত্র ২২ বছর বয়সে ১৯৪০ সালের ১৫ জুলাই মিশিগানের একটি হোটেলে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ ছিল পায়ের ফোঁড়া। ১৯৮৬ সালে তার আসল আকারে আল্টন কলেজ অ্যাভিনিউতে একটি স্ট্যাচু বানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাষ্ট্রের এই লোকটিই উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

নাম রবার্ট ওয়াডলো। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে যুক্তরাষ্ট্রের এই লোকটিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘকায় মানুষ। তার উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি।

গত মঙ্গলবার ওয়াডলোর তরুণ বয়সের একটি ছবি টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এতে ওয়াডলো ও তার পরিবারের একটি ছবি রঙিন করে প্রকাশিত হয়। এর পরই ওই ছবিটি শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তারা ক্যাপশনে লেখে— বিশ্বের ইতিহাসের সব থেকে লম্বা মানুষটির এক অসাধারণ ছবি।

ওয়াডলোর জন্ম ১৯১৮ সালের ২২ ফেব্রুয়ারি। জন্মের সময় তার ওজন ছিল ৩ দশমিক ৮৫ কেজি। বয়স পাঁচ বছর হতে না হতেই ওয়াডলোর উচ্চতা দাঁড়ায় ৫ ফুট ৪ ইঞ্চি। এ জন্য শিশু বয়সে তাকে কিশোরদের জন্য তৈরি পোশাক পরতে হতো। মাত্র আট বছর বয়সে তিনি তার ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা বাবাকে ছাড়িয়ে যান। ১৭ বছর বয়সে এ কিশোরের উচ্চতা দাঁড়ায় ৮ ফুট ০.৫ ইঞ্চি। এর ফলে পৃথিবীর সবচেয়ে লম্বা কিশোরে পরিণত হন তিনি। ওয়াডলোর এমন দীর্ঘকায় শারীরিক গঠনের পেছনে মূল কারণ পিটুইটারি গ্লান্ডের হাইপারপ্লাসিয়া। এর প্রভাবে তার দেহে শারীরিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনের পরিমাণ ছিল অস্বাভাবিকভাবে বেশি।

মাত্র ২২ বছর বয়সে ১৯৪০ সালের ১৫ জুলাই মিশিগানের একটি হোটেলে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ ছিল পায়ের ফোঁড়া। ১৯৮৬ সালে তার আসল আকারে আল্টন কলেজ অ্যাভিনিউতে একটি স্ট্যাচু বানানো হয়।