ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় প্রশান্তি এনেছে পুষ্পমেলা

পাবনা শহরবাসীর মনে প্রশান্তি এনেছে পুষ্পমেলা। দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে ছোট-বড় সব বয়সী দর্শনার্থীদের ভিড়। নান্দনিকতায় মাতোয়ারা সবাই। কেউ ঘুরে দেখছেন, কেউবা কিনছেন পছন্দের ফুলের চারা।

গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারামনি, ফায়ারবল, পুস্পলিকা, অর্কিডসহ হরেক ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা চারপাশ। পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান পুষ্পমেলার ২০টি স্টলে নান্দনিক এসব ফুলের পসরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুষ্পমেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে মেলাটি চলছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত।
বসেছে ।

ফুল ও ফুলগাছের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ক্যাকটাস, বনসাইসহ ফলজ, বনজ গাছের চারাও। বেচাকেনা ভালো হওয়ায় খুশি নার্সারি মালিকরা।

একজন নার্সারি মালিক বলেন, ” মেলায় ভালই বিক্রি হচ্ছে। লাভও থাকছে মোটামুটি।”

মানুষকে ফুলচাষে আগ্রহী করতেই এই আয়োজন। বাণিজিক চাষে আগ্রহী ফুলপ্রেমিদের কারিগরি ও প্রযুক্তি সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম।

গেলো ২৪ ডিসেম্বর শুরু হওয়া একুশ দিনের পুষ্পমেলা শেষ হচ্ছে আজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পাবনায় প্রশান্তি এনেছে পুষ্পমেলা

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

পাবনা শহরবাসীর মনে প্রশান্তি এনেছে পুষ্পমেলা। দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে ছোট-বড় সব বয়সী দর্শনার্থীদের ভিড়। নান্দনিকতায় মাতোয়ারা সবাই। কেউ ঘুরে দেখছেন, কেউবা কিনছেন পছন্দের ফুলের চারা।

গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারামনি, ফায়ারবল, পুস্পলিকা, অর্কিডসহ হরেক ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা চারপাশ। পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান পুষ্পমেলার ২০টি স্টলে নান্দনিক এসব ফুলের পসরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুষ্পমেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে মেলাটি চলছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত।
বসেছে ।

ফুল ও ফুলগাছের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ক্যাকটাস, বনসাইসহ ফলজ, বনজ গাছের চারাও। বেচাকেনা ভালো হওয়ায় খুশি নার্সারি মালিকরা।

একজন নার্সারি মালিক বলেন, ” মেলায় ভালই বিক্রি হচ্ছে। লাভও থাকছে মোটামুটি।”

মানুষকে ফুলচাষে আগ্রহী করতেই এই আয়োজন। বাণিজিক চাষে আগ্রহী ফুলপ্রেমিদের কারিগরি ও প্রযুক্তি সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম।

গেলো ২৪ ডিসেম্বর শুরু হওয়া একুশ দিনের পুষ্পমেলা শেষ হচ্ছে আজ।