বাঙালী কণ্ঠ নিউজঃ স্কিনি জিনস বা আঁটসাঁট জিনস পরলে নার্ভ বা স্নায়ুর ওপর চাপ পড়তে পারে। অস্ট্রেলিয়ার একদল চিকিৎসক এ তথ্য জানান। জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড ফিজিয়াট্রিতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কয়েকদিন আগে ৩৫ বছর বয়সী একজন নারী হাসপাতালে ভর্তি হন। তিনি আঁটসাঁট জিনস পরতেন। তিনি ক্ষতিগ্রস্ত পায়ের পেশি, পা ফোলা এবং অবশ স্নায়ুর সমস্যা নিয়ে হাসপাতালে আসেন।
অস্ট্রেলিয়ার দ্য রয়েল এডেলেইডা হাসপাতালের চিকিৎসক থমাস কিমবার বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি ওই রোগীর স্নায়ু এবং পেশির খারাপ অবস্থা দেখে।’ হঠাৎ করে জিনস পরা অবস্থায় তার পা শক্ত এবং অসাড় হয়ে যাচ্ছিল। রোগী প্রথমে তার সমস্যা বুঝতে পারেননি এবং চলাফেরার জন্য অন্যের সাহায্য নেন। হাসপাতালে আসার আগে তিনি অনেকটা অসহায় অবস্থায় কাটাচ্ছিলেন।
ডা. কিমবার আরো বলেন, আটসাঁট জিনসের পরিধান তার কুঁচকির স্নায়ুতে আঘাত করে; বিভিন্ন পেশিরও ক্ষতি করে। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, আটসাঁট জিনস পায়ের নিচের দিকে স্নায়ুতে চাপ ফেলে রক্ত চলাচলকে হ্রাস করেছে। চারদিন চিকিৎসা করা হয় ওই নারীর। এরপর তিনি আটসাঁট জিনস পরা বাদ দেন। তারপরও পুরোপুরি সেরে ওঠেনি তার পা। অবশ্য অনেক দিন পর ধীরে ধীরে পা স্বাভাবিক হয় ওই নারীর। ডা. কিমবারের মতে, স্কিনি জিনস বেশ ফ্যাশনেবল হলেও এর পরিধান পায়ের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই এ ধরনের পোশাক ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।- হাফিংটন পোস্ট।