ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের : ধর্ম উপদেষ্টা টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের কলামে ড. ইউনূসকে নিয়ে প্রশংসা বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে টিপ-কাণ্ডে তিন বছর পর মামলা কেনিয়ায় চা-বাগান নিয়ে স্থানীয় ও বিদেশি এস্টেটগুলোর দ্বন্দ্ব, ক্ষতির মুখে শিল্প প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, আলাদা হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি সারাদেশে ১ মে থেকে ডিম-মুরগির খামার বন্ধ

পুরুষদের ত্বকের জন্য একটু বাড়তি যত্ন

বাঙালী কণ্ঠ নিউজঃ  বেশিরভাগ পুরুষ মনে করেন, শেভ করা ও চুল কাটাই তাদের নিজেদের একমাত্র যত্ন। এর বাইরে আর কোনও যত্ন করতে তারা আগ্রহী নয়। তবে এই ভাবনাটি একদম ভুল। পুরুষদেরও নিয়মিত যত্ন প্রয়োজন। পুরুষদের ত্বক পরিচর্যার কয়েকটি টিপস দেওয়া হলো।

১) শেভ করার পর আফটার শেভের পাশাপাশি কতগুলো মাস্ক ব্যবহার করতে পারেন। এরমধ্যে কয়েকটি ঘরেই তৈরি করে নিতে পারেন, যেমন শসার মাস, অ্যালোভেরার মাস্ক।

২) চুল পড়া রোধ করতে নিয়মিত শ্যাম্পুর পাশাপাশি হালকা কুসুম গরম তেলও সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।

৩) যারা দাড়ি রাখেন তারা চুল শ্যাম্পুর সময় দাড়িও যত্ন করে শ্যাম্পু করবেন। দাড়ি ছাড়া মুখের বাকি অংশে মাস্ক ব্যবহার করে যত্ন করতে পারেন।

৪) যেহেতু নিয়মিত বাইরে ঘোরাফেরা করতে হয় রোদ থেকে ত্বক বাঁচানো জরুরি। ত্বক কালো হয়ে যাওয়া বিষয় নয়। সূর্যের আল্ট্রা ভায়োলেট রে ত্বকের জন্য ক্ষতিকর। তাই সানস্ক্রিন ব্যবহার আবশ্যক।

৫) যারা শেভ করার পর আফটারশেভ ব্যবহার করেন, তাদের একটু সচেতন হতে হবে আফটার শেভ ব্যবহারের ক্ষেত্রে। অ্যালকোহল ফ্রি আফটারশেভ কিনতে হবে কারণ অ্যালকোহল আপনার ত্বককে রুক্ষ করে দেবে।

তবে সব কিছু ছাপবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে আপনাকে নিয়মিত গোসল করতে হবে এবং পরিষ্কার কাপড় পড়তে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা

পুরুষদের ত্বকের জন্য একটু বাড়তি যত্ন

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  বেশিরভাগ পুরুষ মনে করেন, শেভ করা ও চুল কাটাই তাদের নিজেদের একমাত্র যত্ন। এর বাইরে আর কোনও যত্ন করতে তারা আগ্রহী নয়। তবে এই ভাবনাটি একদম ভুল। পুরুষদেরও নিয়মিত যত্ন প্রয়োজন। পুরুষদের ত্বক পরিচর্যার কয়েকটি টিপস দেওয়া হলো।

১) শেভ করার পর আফটার শেভের পাশাপাশি কতগুলো মাস্ক ব্যবহার করতে পারেন। এরমধ্যে কয়েকটি ঘরেই তৈরি করে নিতে পারেন, যেমন শসার মাস, অ্যালোভেরার মাস্ক।

২) চুল পড়া রোধ করতে নিয়মিত শ্যাম্পুর পাশাপাশি হালকা কুসুম গরম তেলও সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।

৩) যারা দাড়ি রাখেন তারা চুল শ্যাম্পুর সময় দাড়িও যত্ন করে শ্যাম্পু করবেন। দাড়ি ছাড়া মুখের বাকি অংশে মাস্ক ব্যবহার করে যত্ন করতে পারেন।

৪) যেহেতু নিয়মিত বাইরে ঘোরাফেরা করতে হয় রোদ থেকে ত্বক বাঁচানো জরুরি। ত্বক কালো হয়ে যাওয়া বিষয় নয়। সূর্যের আল্ট্রা ভায়োলেট রে ত্বকের জন্য ক্ষতিকর। তাই সানস্ক্রিন ব্যবহার আবশ্যক।

৫) যারা শেভ করার পর আফটারশেভ ব্যবহার করেন, তাদের একটু সচেতন হতে হবে আফটার শেভ ব্যবহারের ক্ষেত্রে। অ্যালকোহল ফ্রি আফটারশেভ কিনতে হবে কারণ অ্যালকোহল আপনার ত্বককে রুক্ষ করে দেবে।

তবে সব কিছু ছাপবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে আপনাকে নিয়মিত গোসল করতে হবে এবং পরিষ্কার কাপড় পড়তে হবে।