ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লেবু দূর করে ত্বকের রোদে পোড়া দাগ

বাঙালী কণ্ঠ নিউজঃ রোদের তাপ ও ধুলাবালিতে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। ত্বকের যে অংশ দীর্ঘসময় রোদের সরাসরি স্পর্শে থাকে, সেই অংশ কালচে হয়ে যায়। অনেক সময় লালচে হয়ে উঠতে থাকে চামড়া। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন লেবুর রস। কালচে দাগ দূর করার পাশাপাশি ত্বকে জৌলুস ফিরিয়ে আনবে এই প্রাকৃতিক উপাদান।
জেনে নিন ত্বকের রোদে পড়া দাগ দূর করতে লেবু ব্যবহার করবেন কীভাবে-
* একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা নিন।
* একটি লেবু অর্ধেক করে কেটে নিন।
* লেবুতে বেকিং সোডা লাগিয়ে রোদে পোড়া ত্বকে ঘষুন।
* কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
* দিনে দুইবার এটি ব্যবহার করুন।
লেমন অয়েল
* একটি পাত্রে নারকেল তেল নিন।
* লেবুর খোসা গুঁড়া অথবা লেবুর রস মেশান তেলে।
* ৩ ঘণ্টা অপেক্ষা করুন।
* গোসল করার আধা ঘণ্টা আগে তেল ঘষে ঘষে লাগান রোদে পোড়া ত্বকে।
* গোসলের পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান।
ত্বকে লেবুর রস ব্যবহার করবেন কেন?
* লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। ফলে দূর হয় রোদে পোড়া দাগ।
* লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দূর করে ত্বকের মরা চামড়া।
* ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে লেবু।
তথ্য : দ্য ইন্ডিয়ান স্পট
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

লেবু দূর করে ত্বকের রোদে পোড়া দাগ

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ রোদের তাপ ও ধুলাবালিতে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। ত্বকের যে অংশ দীর্ঘসময় রোদের সরাসরি স্পর্শে থাকে, সেই অংশ কালচে হয়ে যায়। অনেক সময় লালচে হয়ে উঠতে থাকে চামড়া। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন লেবুর রস। কালচে দাগ দূর করার পাশাপাশি ত্বকে জৌলুস ফিরিয়ে আনবে এই প্রাকৃতিক উপাদান।
জেনে নিন ত্বকের রোদে পড়া দাগ দূর করতে লেবু ব্যবহার করবেন কীভাবে-
* একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা নিন।
* একটি লেবু অর্ধেক করে কেটে নিন।
* লেবুতে বেকিং সোডা লাগিয়ে রোদে পোড়া ত্বকে ঘষুন।
* কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
* দিনে দুইবার এটি ব্যবহার করুন।
লেমন অয়েল
* একটি পাত্রে নারকেল তেল নিন।
* লেবুর খোসা গুঁড়া অথবা লেবুর রস মেশান তেলে।
* ৩ ঘণ্টা অপেক্ষা করুন।
* গোসল করার আধা ঘণ্টা আগে তেল ঘষে ঘষে লাগান রোদে পোড়া ত্বকে।
* গোসলের পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান।
ত্বকে লেবুর রস ব্যবহার করবেন কেন?
* লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। ফলে দূর হয় রোদে পোড়া দাগ।
* লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দূর করে ত্বকের মরা চামড়া।
* ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে লেবু।
তথ্য : দ্য ইন্ডিয়ান স্পট