বাঙালী কণ্ঠ নিউজঃ অনেকেই হয়তো জানেন না! কালো জিরে দিয়ে মাথায় টাক পড়া বন্ধ করা যায়। অবশ্য শুধুমাত্র টাক নয় অকালপক্কতা এবং চুল পড়াও কমিয়ে দেয়।
এছাড়াও প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে কালো জিরা।
আসুন দেখে নিই কী করে কালো জিরার সাহায্যে মাথায় টাক আর চুল পড়া কমাবেন।
> কালো জিরা পানিতে ভালো করে ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা হয়ে গেলে তা ছেঁকে নিন। যে অংশে চুল উঠে যাচ্ছে সেই জায়গায় ভালো করে মিনিট ১৫ ধরে হাল্কা হাতে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। একদিন অন্তর এমন করুন।
> অ্যাপেল সাইডার ভিনিগার ও চুল পড়া কমায়। ফলে অ্যাপেল সাইডার ভিনিগার আর কালো জিরার কম্বিনেশন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।
এবং হেয়ার প্রবলেম অনেক কম হয়। কালো জিরা ফোটানো পানি ঠান্ডা করে ছেঁকে নিন। এতে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। চুল শুকিয়ে নিন। সেই দিন বা পরের দিন চুলে শ্যাম্পু করুন। এক মাস নিয়মিত এই মিশ্রণ চুলে লাগান।
> কালো জিরা এবং অলিভ অয়েল দুটোই অ্যান্টি ব্যাকটেরিয়াল। ফলে চুল পড়া কমাতে সাহায্য করে।
> কালো জিরা অলিভ অয়েলে দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিন। চুলের গোড়ায় এই তেল ভালো করে ম্যাসাজ করুন। ৩০-৪৫ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে নিন।
> কালো জিরা গুঁড়ো করে তা হেনার সঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানান। আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে নিন। চুল পড়া সম্পূর্ণ ভাবে বন্ধ করতে সপ্তাহে দু‘দিন এই মিশ্রণ লাগান।
> কালো জিরাতে অ্যান্টি ফাংগাল প্রপার্টি থাকায় দ্রুত চুল পড়া কমাতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে কালো জিরে মিশিয়ে লাগালে চুল পড়া তো কমবেই একই সঙ্গে অকালপক্কতা দূর হবে।
> নারিকেল তেলে কালো জিরে ফুটিয়ে তা ঠাণ্ডা করে মাথায় লাগাতে পারেন বা কালো জিরা গুঁড়ো করে তা নারিকেল তেলে মিশিয়েও লাগাতে পারেন। এতে চাইলে এক চামচ মধুও মিশিয়ে নিতে পারেন। চুলের গোড়ায় নারকেল তেল ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে একটা তোয়ালে গরম জলে ভিজিয়ে তা চুলে জড়িয়ে রাখুন। সপ্তাহে অন্তত এক বার এটা করুন।
> চুলের গোড়ায় প্রথমে লেবুর রস লাগিয়ে নিন। শুকিয়ে গেলে কালো জিরা ফোটানো পানি লাগান। এইভাবে চুল পড়া কমানোর সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে। আধ ঘণ্টা পরে চুল ধুয়ে নিন।