বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় রান্নাঘরে ভ্যাপসা গন্ধ। ঘরেও একই দশা। এমন পরিবেশে মন বিষণ্ন থাকে। এর থেকে অনেকেই ঘরে ব্যবহার করেন এয়ার ফ্রেশনার। কিন্তু, বাজারের কৃত্রিম এসব এয়ার ফ্রেশনার আপনার পছন্দের সুঘ্রাণের হয় না এবং বেশিরভাগ সময়েই দেখা যায় ঘ্রাণটি ভালো লাগছে না কিছুক্ষণ পরে। তাছাড়া বাড়তি দাম তো আছেই।
এই সমস্যার সমাধান আপনি কিন্তু চাইলেই করে ফেলতে পারেন। নিজের পছন্দের অসাধারণ সব এয়ার ফ্রেশনার স্প্রে ঘরেই তৈরি করে নিতে পারেন একদম স্বল্প খরচে। চলুন তবে জেনে নেওয়া যাক, ফ্রুট ওয়ান্ডারল্যান্ড ফ্লেভারের এয়ার ফ্রেশনার তৈরির কৌশলটি।
উপকরণ :
কমলা বা মালটা ১টি
বড় আকারের দারুচিনি ৫ টুকরো
লবঙ্গ ২ টেবিল চামচ
পানি ৬ কাপ
স্প্রে বোতল ১টি
প্রণালি :
একটি পাত্রে ২ কাপ পানি দিন। পুরো একটি কমলা বা মালটা খোসাসহ কেটে দিয়ে দিন। এতে আরও দিন ৫ টুকরো বড় আকারের দারুচিনি এবং ২ টেবিল চামচ লবঙ্গ।
ফুটে উঠা পর্যন্ত সময় দিন। পানি ফুটে উঠলে এতে আরও ৪ কাপ পরিমাণ পানি দিয়ে অল্প আঁচে ফুটাতে থাকুন।
৫ মিনিট এভাবে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং সাধারণ এয়ার ফ্রেশনারের মতো ব্যবহার করুন। এটিও ১ সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন।