ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত পড়া ও তথ্য জানার ৬ কৌশল

বাঙালী কন্ঠ ডেস্কঃ দ্রুত পড়তে ও তথ্য গ্রহণ করতে চান অনেকে। এ বিষয়টি আয়ত্ত করতে কয়েক দশক আগে থেকে মানুষ কিছু কৌশল গ্রহণ করে আসছে।

এই আশায় যে তারা এক ঘণ্টার মধ্যে বড় কোনো বই পড়ে শেষ করে ফেলতে পারবে।

আসুন জেনে নিই দ্রুত পড়া ও তথ্য জানার ৬ কৌশল

১. সবচেয়ে প্রচলিত একটি কৌশল হলো স্কিম রিডিং, যা কমবেশি সবাই কখনও না কখনও করেছি। স্কিম রিডিং হলো বইয়ের পাতায় প্রতিটি লাইনে কেবল চোখ বুলিয়ে যাওয়া এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বের করে বোঝার চেষ্টা করা।

২. বইয়ের লাইন বরাবর হাতের আঙুল বা কলম ব্যবহার করা হয়। যেন চোখ, অন্য কোনো লাইনে সরে না পড়ে।

৩. নির্দিষ্ট শব্দগুলো সহজেই চিহ্নিত করা যায়। এই পদ্ধতিকে বলা হয় মেটা গাইডিং।

৪. দ্রুত পড়তে শেখার একটি উপায় রয়েছে এবং তা হলো নিয়মিত অনুশীলন করা।

৫. আপনি কোন শব্দ কত দ্রুততার সঙ্গে শনাক্ত করতে পারছেন সেটি- যদি শব্দটি আপনার অনেক পরিচিত হয়, তা হলে পড়ার গতিও স্বাভাবিকভাবে বেড়ে যায়।

৬. আপনি যতবেশি পড়বেন তত দ্রুত আপনি তা ধরতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দ্রুত পড়া ও তথ্য জানার ৬ কৌশল

আপডেট টাইম : ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ দ্রুত পড়তে ও তথ্য গ্রহণ করতে চান অনেকে। এ বিষয়টি আয়ত্ত করতে কয়েক দশক আগে থেকে মানুষ কিছু কৌশল গ্রহণ করে আসছে।

এই আশায় যে তারা এক ঘণ্টার মধ্যে বড় কোনো বই পড়ে শেষ করে ফেলতে পারবে।

আসুন জেনে নিই দ্রুত পড়া ও তথ্য জানার ৬ কৌশল

১. সবচেয়ে প্রচলিত একটি কৌশল হলো স্কিম রিডিং, যা কমবেশি সবাই কখনও না কখনও করেছি। স্কিম রিডিং হলো বইয়ের পাতায় প্রতিটি লাইনে কেবল চোখ বুলিয়ে যাওয়া এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বের করে বোঝার চেষ্টা করা।

২. বইয়ের লাইন বরাবর হাতের আঙুল বা কলম ব্যবহার করা হয়। যেন চোখ, অন্য কোনো লাইনে সরে না পড়ে।

৩. নির্দিষ্ট শব্দগুলো সহজেই চিহ্নিত করা যায়। এই পদ্ধতিকে বলা হয় মেটা গাইডিং।

৪. দ্রুত পড়তে শেখার একটি উপায় রয়েছে এবং তা হলো নিয়মিত অনুশীলন করা।

৫. আপনি কোন শব্দ কত দ্রুততার সঙ্গে শনাক্ত করতে পারছেন সেটি- যদি শব্দটি আপনার অনেক পরিচিত হয়, তা হলে পড়ার গতিও স্বাভাবিকভাবে বেড়ে যায়।

৬. আপনি যতবেশি পড়বেন তত দ্রুত আপনি তা ধরতে পারবেন।