ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনন্যা রুমার হাত ধরে ১৪ বছরে ‘তারকা কথন’

চ্যানেল আইর জনপ্রিয় সরাসরি অনুষ্ঠান ‘তারকা কথন’ ১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো আজ। ২০০৪ সালের ২১শে মে থেকে চ্যানেলটিতে ‘তারকা কথন’-এর প্রচার শুরু হলেও একই বছরের শেষ দিকে এসে এই অনুষ্ঠানের দায়িত্ব নেন অনন্যা রুমা। তার ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় অনুষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এত বছরের একটি অনুষ্ঠান যার সঙ্গে জড়িয়ে আছেন অনন্যা রুমা। আজ এই বিশেষ দিনে নিশ্চয়ই তার অনুভূতিটাও অন্যরকম হবে। সেই  অনুভূতির কথা জানতে অনন্যা রুমার সঙ্গে মানবজমিনের আলাপ। তিনি বলেন, ১৪ বছর ধরে একটা অনুষ্ঠান চলে আসছে। এটা সত্যিই বড় ব্যাপারই বটে। ভালোলাগার বিষয় তো আছেই। সেটা কতটা প্রবল ভাষায় প্রকাশ করা যাবে না। বাংলাদেশের প্রথম সেলিব্রিটি টক শো তারকা কথন। যেখান থেকে প্রতিদিন একজন করে তারকার সম্পর্কে জানতে পারা- এটা বড় একটা অভিজ্ঞতা। অনন্যা রুমা আরো বলেন, তারকা কথনের সাফল্যের পেছনে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সে সঙ্গে দর্শকের প্রতিও
আমার আন্তরিক ভালোবাসা। কারণ, তারা আগ্রহ নিয়ে তারকা কথন না দেখলে এতটা জনপ্রিয় হয়ে উঠতো না। ১৪ বছর বয়সে ‘তারকা কথন’। তাই আজকের পর্বটি নিয়মিত আয়োজন থেকে তো একটু ভিন্ন হবেই। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন অনন্যা রুমা। তিনি বলেন, আজকের পর্বটি  একটু বিশেষভাবেই সাজিয়েছি। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি চ্যানেল আইর পর্দায় সরাসরি সমপ্রচার হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অনন্যা রুমার হাত ধরে ১৪ বছরে ‘তারকা কথন’

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭

চ্যানেল আইর জনপ্রিয় সরাসরি অনুষ্ঠান ‘তারকা কথন’ ১৩ পেরিয়ে ১৪ বছরে পা রাখলো আজ। ২০০৪ সালের ২১শে মে থেকে চ্যানেলটিতে ‘তারকা কথন’-এর প্রচার শুরু হলেও একই বছরের শেষ দিকে এসে এই অনুষ্ঠানের দায়িত্ব নেন অনন্যা রুমা। তার ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় অনুষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এত বছরের একটি অনুষ্ঠান যার সঙ্গে জড়িয়ে আছেন অনন্যা রুমা। আজ এই বিশেষ দিনে নিশ্চয়ই তার অনুভূতিটাও অন্যরকম হবে। সেই  অনুভূতির কথা জানতে অনন্যা রুমার সঙ্গে মানবজমিনের আলাপ। তিনি বলেন, ১৪ বছর ধরে একটা অনুষ্ঠান চলে আসছে। এটা সত্যিই বড় ব্যাপারই বটে। ভালোলাগার বিষয় তো আছেই। সেটা কতটা প্রবল ভাষায় প্রকাশ করা যাবে না। বাংলাদেশের প্রথম সেলিব্রিটি টক শো তারকা কথন। যেখান থেকে প্রতিদিন একজন করে তারকার সম্পর্কে জানতে পারা- এটা বড় একটা অভিজ্ঞতা। অনন্যা রুমা আরো বলেন, তারকা কথনের সাফল্যের পেছনে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সে সঙ্গে দর্শকের প্রতিও
আমার আন্তরিক ভালোবাসা। কারণ, তারা আগ্রহ নিয়ে তারকা কথন না দেখলে এতটা জনপ্রিয় হয়ে উঠতো না। ১৪ বছর বয়সে ‘তারকা কথন’। তাই আজকের পর্বটি নিয়মিত আয়োজন থেকে তো একটু ভিন্ন হবেই। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন অনন্যা রুমা। তিনি বলেন, আজকের পর্বটি  একটু বিশেষভাবেই সাজিয়েছি। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি চ্যানেল আইর পর্দায় সরাসরি সমপ্রচার হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।