বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ এবার বুবলীর মুখোমুখি হচ্ছেন বুবলী নিজেই। মানে নিজের দুই ছবি নিয়ে হাজির হচ্ছেন ঈদুল আজহায়। ছবি দুটি হচ্ছে ‘অহংকার’ ও ‘রংবাজ’। অহংকার ছবির নির্মাতা শাহাদাত হোসেন লিটন জানান, ভেবেছিলাম দুই ঈদের মাঝে কোনো একটা সময়ে ছবিটি মুক্তি দেব। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের ইচ্ছে ঈদেই ছবিটি মুক্তি পাক। তাই ঈদের জন্য ‘অহংকার’ এখন চূড়ান্ত। অন্যদিকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রংবাজ’ ছবিটি। যথাসময়ে কাজ শেষ করতে না পারায় শেষ পর্যন্ত ঈদে ছবিটি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। নির্মাতা সূত্রে জানা গেছে ঈদুল আজহাতেই ছবিটি মুক্তি পাবে।
আর ঈদে যদি এই দুটি ছবি মুক্তি পায় তাহলে বুবলীকে নিজেই নিজের প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তখন দেখা যাবে বুবলী ‘রংবাজ’ নাকি ‘অহংকার’ নিয়ে জেতেন। যদিও বুবলী বলছেন দুটি ছবির গল্প এবং এতে তার চরিত্র অসাধারণ। ছবি দুটিতে মনপ্রাণ ঢেলে কাজ করেছেন তিনি। দুটি ছবিতেই বুবলীর নায়ক শাকিব খান।