ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন কাজল আগারওয়াল

বাঙালী কণ্ঠ নিউজঃ সব সময়ই নতুন কোন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন কাজল আগারওয়াল। বলিউডে চুটিয়ে কাজ করার পর এ বার তাঁর নতুন চ্যালেঞ্জ তামিল ছবি। দিন কয়েকের মধ্যেই তামিল কমেডি ড্রামা ‘ভেলাই ইলা পাত্তাধারি ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

 

কাজলের কথায়, ‘‘যে ভাষা জানি না তাতে অভিনয় করাটা বেশ কঠিন। যেমন, তামিল আমি জানি না। প্রথম দু’দিন চিত্রনাট্য হাতে নিয়ে আমি ভাবতাম ছবিটার জন্য অন্য কাউকে কাস্ট করলেই ভালো হত। কিন্তু ধনুষের কাছে আমি কৃতজ্ঞ। ও আমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিল। তৃতীয় দিনে পুরো চিত্রনাট্য আমি পড়ে ফেলতে পেরেছিলাম। ’’

 

১৯৯৭-এ তামিল ছবিতে ডেবিউ করেন অভিনেত্রী। রাজীব মেনন পরিচালিত সেই ছবি ‘মিনসারা কানাভু’তে অরবিন্দ স্বামী ও প্রভুদেবার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এতদিন পর ফের ফিরলেন তামিল ছবিতে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি। খবর আনন্দবাজার।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন কাজল আগারওয়াল

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ সব সময়ই নতুন কোন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন কাজল আগারওয়াল। বলিউডে চুটিয়ে কাজ করার পর এ বার তাঁর নতুন চ্যালেঞ্জ তামিল ছবি। দিন কয়েকের মধ্যেই তামিল কমেডি ড্রামা ‘ভেলাই ইলা পাত্তাধারি ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

 

কাজলের কথায়, ‘‘যে ভাষা জানি না তাতে অভিনয় করাটা বেশ কঠিন। যেমন, তামিল আমি জানি না। প্রথম দু’দিন চিত্রনাট্য হাতে নিয়ে আমি ভাবতাম ছবিটার জন্য অন্য কাউকে কাস্ট করলেই ভালো হত। কিন্তু ধনুষের কাছে আমি কৃতজ্ঞ। ও আমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিল। তৃতীয় দিনে পুরো চিত্রনাট্য আমি পড়ে ফেলতে পেরেছিলাম। ’’

 

১৯৯৭-এ তামিল ছবিতে ডেবিউ করেন অভিনেত্রী। রাজীব মেনন পরিচালিত সেই ছবি ‘মিনসারা কানাভু’তে অরবিন্দ স্বামী ও প্রভুদেবার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এতদিন পর ফের ফিরলেন তামিল ছবিতে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি। খবর আনন্দবাজার।