ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সানি লিওন সম্পর্কে ১০টি অজানা তথ্য

বাঙালী কণ্ঠ নিউজঃ  সানি লিওন নামটিই আলোচনার পারদ ছড়িয়ে দেয়। সানি তার কর্ম জীবন শুরু করেছিলেন জার্মানের একটি বেকারিতে। তারপর পর্ণ দুনিয়ায় পা রাখেন। ধীরে ধীরে প্রবেশ করেছেন বলিউডের ঝলমলে অঙ্গনে। নীল আর রঙিন আলোয় ভিন্ন ভিন্নভাবে দর্শকের কাছে পৌঁছেছেন সানি। তাই তার সম্পর্কে জানার আগ্রহ কম-বেশী অনেকেরই আছে। সানি লিওন সম্পর্কে ১০টি তথ্য :

১. ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে।

২. সেরা পেন্টহাউস কভার হয়ে তিনি ১ লক্ষ ডলার পুরষ্কার পান। এর পরেই তিনি বাবা-মাকে তাঁর পর্ণ স্টার হওয়ার ইচ্ছার কথা জানান।

৩. মাত্র ১৯ বছর বছরে অ্যাডাল্ট ফিল্ম দুনিয়ায় তার পা।

৪.পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তারপর পেন্টহাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়।
২০০১ সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা।

৫.পর্ণ ছবির বাইরে ২০০৫ সালে একটি টিভি চ্যানেলে তাকে প্রথম দেখা যায়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন।

৬.২০১০ সালে ‘ম্যাক্সিম’ ম্যাগাজিনের সমীক্ষায় সানি মোস্ট ১২ পর্ণ স্টারের তালিকায় উঠে আসেন।

৭.তার প্রিয় নায়ক আমির খান। ‘দিল’ ছবি দেখার পর থেকেই আমিরকে মনে ধরে তার।

৮.সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পর্ণ ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন।

৯.তার জীবনের দ্বিতীয় ছবি ‘ভারচুয়াল ভিভিড গার্ল সানি লিওন’। ছবিটি করে তিনি এভিএন অ্যাওয়ার্ড জেতেন।
পর্নগ্রাফিতে যা অস্কারের সঙ্গে তুলনা করা হয়।

১০.বলিউডে তার প্রথম ফিল্ম ‘জিসম ২’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সানি লিওন সম্পর্কে ১০টি অজানা তথ্য

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  সানি লিওন নামটিই আলোচনার পারদ ছড়িয়ে দেয়। সানি তার কর্ম জীবন শুরু করেছিলেন জার্মানের একটি বেকারিতে। তারপর পর্ণ দুনিয়ায় পা রাখেন। ধীরে ধীরে প্রবেশ করেছেন বলিউডের ঝলমলে অঙ্গনে। নীল আর রঙিন আলোয় ভিন্ন ভিন্নভাবে দর্শকের কাছে পৌঁছেছেন সানি। তাই তার সম্পর্কে জানার আগ্রহ কম-বেশী অনেকেরই আছে। সানি লিওন সম্পর্কে ১০টি তথ্য :

১. ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে।

২. সেরা পেন্টহাউস কভার হয়ে তিনি ১ লক্ষ ডলার পুরষ্কার পান। এর পরেই তিনি বাবা-মাকে তাঁর পর্ণ স্টার হওয়ার ইচ্ছার কথা জানান।

৩. মাত্র ১৯ বছর বছরে অ্যাডাল্ট ফিল্ম দুনিয়ায় তার পা।

৪.পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তারপর পেন্টহাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়।
২০০১ সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা।

৫.পর্ণ ছবির বাইরে ২০০৫ সালে একটি টিভি চ্যানেলে তাকে প্রথম দেখা যায়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন।

৬.২০১০ সালে ‘ম্যাক্সিম’ ম্যাগাজিনের সমীক্ষায় সানি মোস্ট ১২ পর্ণ স্টারের তালিকায় উঠে আসেন।

৭.তার প্রিয় নায়ক আমির খান। ‘দিল’ ছবি দেখার পর থেকেই আমিরকে মনে ধরে তার।

৮.সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পর্ণ ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন।

৯.তার জীবনের দ্বিতীয় ছবি ‘ভারচুয়াল ভিভিড গার্ল সানি লিওন’। ছবিটি করে তিনি এভিএন অ্যাওয়ার্ড জেতেন।
পর্নগ্রাফিতে যা অস্কারের সঙ্গে তুলনা করা হয়।

১০.বলিউডে তার প্রথম ফিল্ম ‘জিসম ২’।