বাঙালী কণ্ঠ নিউজঃ উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর পরই ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যান ফাওয়াদ খান, মাহিরা খান, মাওর হক্কানের মতো অভিনেতা অভিনেত্রীরা। রইস-এর প্রমোশনেও হাজির হননি মাহিরা। কিন্তু, বলিউডের এই অভিনেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়।
শোনা যাচ্ছে, রণবীর কাপুর নাকি যখনই বিদেশে শ্যুটিং করতে যান, তখনই দেখা করেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে।
মুম্বই মিরর-এর খবর অনুযায়ী, রণবীর কাপুরের সঙ্গে নিয়মিত দেখা করেন মাহিরা। অবশ্যই সেটা বিদেশে। আর ওই খবর প্রকাশ পাওয়ার পর পরই শুরু হয় জোর জল্পনা।
সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে ব্যাকস্টেজে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রীকে। কোনোক্রমে সেই ছবি ছড়িয়ে পড়ে। যদিও, মহিরার সঙ্গে দেখা সাক্ষাত নিয়ে একটি বাক্যও তখন খরচ করেননি রণবীর কাপুর। আর এবার ফের প্রকাশ্যে এলো রণবীর, মহিরার বিশেষ বন্ধুত্বের খবর।
জগ্গা জাসুসের শ্যুটিং থেকে শুরু করে প্রমোশন, রণবীর নাকি সব সময়ই কারো সঙ্গে ফোনে ব্যস্ত থাকতেন। সময় সুযোগ পেলেই, মোবাইলে কথা সেরে নিতেন। যা ক্যাটরিনার চোখেও পড়ে। শুধু তাই নয়, ওই সময় ক্যাটরিনা নাকি বেশ অস্বস্তিও বোধ করতেন বলে খবর। তবে কার সঙ্গে কথা বলতেন রণবীর, তা কিন্তু জানা যায়নি।