বাঙালী কণ্ঠ নিউজঃ ঢালিউড কুইন অপু বিশ্বাস জানিয়েছেন, নিজেকে ফিরে পেতে যুদ্ধ করছেন। শুক্রবার দুপুরে তার ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমার যুদ্ধটা কোনো মানুষ অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমার যুদ্ধটা আমাকে ফিরে পাওয়ার যুদ্ধ। নিজের জন্য নিজের লড়াই…নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই।
অপু তার স্ট্যাটাসে লিখেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে নিয়মিত সমর্থন দিয়ে যাচ্ছেন। আমি তাদের জন্য আরো একবার ফিরতে চাই। সেটার লড়াই চলছে।
অপু আরও বলেন, ধন্যবাদ আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের সমর্থন আমাকে সাহস যোগাচ্ছে প্রতিনিয়ত। আমার সমালোচকদের প্রতিও কৃতজ্ঞ যাদের সমালোচনা আমার ইস্পাত কঠিন মনোবল তৈরি করতে সাহয্য করে।