ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেড় মাসে ৩৭৬ যানবাহনে আগুন দিয়েছে : পুলিশ

পুলিশের দাবি বিএনপির মহাসমাবেশ–পরবর্তী হরতাল-অবরোধ কর্মসূচিতে সারা দেশে ২৪১টি যানবাহন ভাঙচুর এবং ৩৭৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ হিসেব গত দেড় মাসের।

বুধবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর থেকে শুরু হয় অবরোধ-হরতাল কর্মসূচি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেড় মাসে ৩৭৬ যানবাহনে আগুন দিয়েছে : পুলিশ

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

পুলিশের দাবি বিএনপির মহাসমাবেশ–পরবর্তী হরতাল-অবরোধ কর্মসূচিতে সারা দেশে ২৪১টি যানবাহন ভাঙচুর এবং ৩৭৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ হিসেব গত দেড় মাসের।

বুধবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর থেকে শুরু হয় অবরোধ-হরতাল কর্মসূচি।