বাঙালী কণ্ঠ নিউজঃ ছোট পর্দায় আরিফিন শুভর শুরুটাই হয়েছিল তিশার বিপরীতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ওয়েটিং রুম’ টেলিছবিতে অভিনয় করেছিলেন তারা দুজন। এরপর অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে বড় পর্দায় একসঙ্গে কাজ করেন। ছবিটি গত বছরের ৬ই মে মুক্তি পায়। গতকাল আরিফিন শুভ মানবজমিনকে বলেন, আগস্টে নতুন একটি ছবিতে আমি ও তিশা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘ভাইজান’। আবার একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমরা। ভেবেই বেশ ভালো লাগছে। এ ছবিতে আমার ও তিশার সম্পর্কটা ভিন্নভাবে দেখা যাবে। গল্পটা এখনই বলতে চাই না। আশা করি, ভালো একটি কাজ হবে। ছবিটি নিয়ে তিশা জানান, এ ছবিটি নিয়ে কথা চলছে। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। ঢাকা, নারায়ণগঞ্জের ফতুল্লায়সহ বেশকিছু জায়গায় কাজ হবে। আরিফিন শুভর সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। আশা করছি, ভালো একটি কাজ হবে। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, নানা শাহ, শিবাসানুসহ অনেকে।
সংবাদ শিরোনাম :
ভারতের নির্দেশেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেন হাসিনা: আলতাফ চৌধুরী
আনোয়ারাকে সম্মাননা বাচসাস পরিবারের
সচিবালয়ে আগুন ৫ মন্ত্রণালয়ের সব নথি পুড়ে ছাই
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
প্রথমবারের মতো সেরা দশে মেহেদী
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা
বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
সোনা চোরাচালান নিয়ে দেড় মাস আগেই বিমানকে সতর্ক করে শুল্ক গোয়েন্দা
‘ভয়ে’ অফিসে আসছেন না ইসলামী ব্যাংকের এমডি
টিউলিপ ও জয়কে জেলের ভাত খাওয়াবো : ববি হাজ্জাজ