ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দীপিকা-ইরফান আবারো একসঙ্গে আসছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ  আবারো বড়পর্দায় ফিরছে দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি। নাম ঠিক না হলেও ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আগামী বছরের ২ অক্টোবর আবারো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে।
ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ‘উড়তা পঞ্জাব’-এ অভিষেক চৌবেকে পরিচালক হিসেবে সামনে এনেছিলেন বিশাল ভরদ্বাজ। নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানানো হয়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।
‘পিকু’র নস্ট্যালজিয়া নয়, এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা।
রহিমা খান অন্ধকার জগতে ‘স্বপ্না দিদি’ নামেই পরিচিত ছিলেন। সেক্ষেত্রে দীপিকার চরিত্রের নাম রাখা হচ্ছে ‘স্বপ্না’। ইরফানের চরিত্র নিয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি।
হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে শুটিং। ইন্ডিয়ান এক্সপ্রেস।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দীপিকা-ইরফান আবারো একসঙ্গে আসছেন

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ  আবারো বড়পর্দায় ফিরছে দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি। নাম ঠিক না হলেও ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আগামী বছরের ২ অক্টোবর আবারো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে।
ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ‘উড়তা পঞ্জাব’-এ অভিষেক চৌবেকে পরিচালক হিসেবে সামনে এনেছিলেন বিশাল ভরদ্বাজ। নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানানো হয়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।
‘পিকু’র নস্ট্যালজিয়া নয়, এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা।
রহিমা খান অন্ধকার জগতে ‘স্বপ্না দিদি’ নামেই পরিচিত ছিলেন। সেক্ষেত্রে দীপিকার চরিত্রের নাম রাখা হচ্ছে ‘স্বপ্না’। ইরফানের চরিত্র নিয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি।
হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে শুটিং। ইন্ডিয়ান এক্সপ্রেস।