বাঙালী কণ্ঠ নিউজঃ নায়করাজ পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এবার আগামী কোরবানির ঈদের পর বাপ্পারাজ তার পরিচালনায় দ্বিতীয় ছবি ‘তারছেঁড়া’র শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। ‘তারছেঁড়া’ ছবিতে হালের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও বুবলী জুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। পাশাপাশি এই ছবিতে সম্রাটও অভিনয় করবেন।
‘তারছেঁড়া’ ছবিতে নায়করাজ রাজ্জাক অভিনয় করবেন বলে জানিয়ে বাপ্পারাজ বলেন, ‘বাবা কথা দিয়েছেন। তবে সবকিছু নির্ভর করছে তার সুস্থতার ওপর। যদি বাবা অভিনয় করেন তবে একেবারে ভিন্নরকম একটি চরিত্রে তাকে দেখা যাবে। বাপ্পারাজ বলেন, এ ছবিতে আমি শাকিব খান, বুবলী, সম্রাটকে নিয়ে কাজ করব। সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়েদ খানকে রাখারও চিন্তা করছি। তবে শাকিবের ওপর পরিচালক সমিতির নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও অপেক্ষা করছি। ‘
আগামী ঈদের পরপরই ছবিটির শুটিং শুরু করার লক্ষ্যে কাজ শুরু করেছেন বাপ্পারাজ। ছবিটি পরিচালনার পাশাপাশি বাপ্পারাজ নিজেও ছবিতে অভিনয় করবেন বলে জানা যায়।