বাঙালী কণ্ঠ নিউজঃ নিয়মিত অভিনয় করতে চান শ্রাবস্তী দত্ত তিন্নি। দীর্ঘদিন ধরেই মিডিয়ায় অনুপস্থিত তিনি। মাঝে দুটো নাটকে অভিনয় করলেও গত দেড় বছর ধরে মিডিয়ার আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।
বিরতি কাটিয়ে এবার নতুন একটি নাটকে অভিনয় করছেন তিন্নি। নাম ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’। শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে। তিন্নির সঙ্গে আছেন সজল। ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি। এটি পরিচালনা করছেন পারভেজ আমিন।
তিন্নি সর্বশেষ অভিনয় করেছেন ‘একই বৃন্তে’ আর ‘চেক পোস্ট’ নামের দুটি নাটকে। ২০০৪ সালের ‘মিস বাংলাদেশ’ হয়েছেন তিনি। ২০০৬ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন অভিনেতা হিল্লোলকে। তাদের কন্যা ওয়ারিশা। ২০১২ সালে হিল্লোলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।
২০১৪ সালে আবার বিয়ে করেন আদনান হুদা সাদকে। তিনি ব্যবসায়ী। এই সংসারে রয়েছে তার আরেকটি কন্যা, নাম আরিশা। গত বছর তিন্নির দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায়।