ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চার রুপে দেখা যাবে কনাকে

সঙ্গীতশিল্পী কনা তার বৈচিত্রময় মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। তারই ধারাবাহিকতায় কনা এবার দর্শকদের সামনে আসছেন চার রূপে। ডিজে রাহাত ফিচারিং ‘চাঁদের কনা’ নামে গানের মিউজিক ভিডিওতে কনাকে এ চার রুপে দেখা যাবে।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

এ ব্যাপারে কনা বলেন, ‘শুভব্রত সরকারের সঙ্গে আগেও কাজ করেছি। দারুণ একটি কনস্পেট নিয়ে পরিচালক ‘চাঁদের কনা’ গানের ভিডিওটি তৈরি করেছেন। গান ও মিউজিক ভিডিও দুটোই সবার ভালো লাগবে আশা করি।’

একই পরিচালকের ধীম তা-না, নীল পরীসহ কয়েকটি গানের মিউজিক ভিডিও করে ব্যপক সাড়া পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চার রুপে দেখা যাবে কনাকে

আপডেট টাইম : ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭

সঙ্গীতশিল্পী কনা তার বৈচিত্রময় মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। তারই ধারাবাহিকতায় কনা এবার দর্শকদের সামনে আসছেন চার রূপে। ডিজে রাহাত ফিচারিং ‘চাঁদের কনা’ নামে গানের মিউজিক ভিডিওতে কনাকে এ চার রুপে দেখা যাবে।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।

এ ব্যাপারে কনা বলেন, ‘শুভব্রত সরকারের সঙ্গে আগেও কাজ করেছি। দারুণ একটি কনস্পেট নিয়ে পরিচালক ‘চাঁদের কনা’ গানের ভিডিওটি তৈরি করেছেন। গান ও মিউজিক ভিডিও দুটোই সবার ভালো লাগবে আশা করি।’

একই পরিচালকের ধীম তা-না, নীল পরীসহ কয়েকটি গানের মিউজিক ভিডিও করে ব্যপক সাড়া পায়।