করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার মা, ভাই ও ভাইয়ের স্ত্রীও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার বিকালে বাহাউদ্দিন নাছিম যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে বাহাউদ্দিন নাছিমের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়।