মহান মে দিবসে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির
সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশ ঘটানোর জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে বিএনপি।
সমাবেশের অনুমতি চেয়ে শ্রমিক দল গত ২৭ মার্চ গণপূর্ত অধিদপ্তরে আবেদন করে। এরপর ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। নারায়ণগঞ্জ, টঙ্গী, ফতুল্লা, সাভার, নরসিংদীসহ বিভিন্ন শ্রমিক এলাকা থেকে শ্রমিকদের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।