বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঢাকার উত্তরের মিরপুরের শ্যাওড়াপাড়া ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১৩টি ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি নেই বলেই চলে।
সরজমিনে দেখা গেছে, এ কেন্দ্রে নৌকার প্রতীকের একাধিক এজেন্ট থাকলেও বিএনপির কোন এজেন্ট নেই। ভোট দিতে গিয়ে বেশ কয়েকজনের আঙুলের ছাপ না মেলায় প্রিজাইডিং অফিসার নিজ ক্ষমতাবলে বিকল্প পদ্ধতিতে তাদের ভোট দেয়ার ব্যবস্থা করেছেন। চারটা ইভিম মেশিন ঠিকমতো কাজ করছে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।