বাঙালী কণ্ঠ নিউজঃ সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, হালিমার দক্ষ নেতৃত্বের ফলে সিঙ্গাপুর আরো উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
আবদুল হামিদ আরো আশা প্রকাশ করেন যে, তার গতিশীল নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রপতি তার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন ।
প্রেসিডেন্ট হওয়ার আগে হালিমা দেশটির সংসদের স্পিকার ছিলেন। সিঙ্গাপুরের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন।