বাঙালী কণ্ঠ নিউজঃ যশোরের নাভারণে কমিউটার ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। রোববার সকালে নাভারণ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে খুলনায় ফেরার পথে নাভারণ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এ সময় দুটি বগি লাইনচ্যুত হলেও কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনটির বগি লাইনচ্যুত হলেও পরে ওই দুটি বগি খুলে রেখে যাত্রীদের নিয়ে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে।