বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালিতে সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমা, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ গোলাম মাওলা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মোঃ আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ নেতৃত্ব দেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র’ শীর্ষক প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।