ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার পাহাড় গড়েছেন তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

টেন্ডার বিক্রির টাকা কই, প্রশ্ন সংসদীয় কমিটির

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত প্রকল্পের দরপত্র সিডিউল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় অডিট আপত্তির বিষয়ে এসব টাকা কোথায় গেল তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আগামী ৫ কর্মদিবসের মধ্যে টেন্ডারের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অডিট নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত অডিট রিপোর্টে প্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের কাছে কমিটির সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের এই টাকার সন্ধান চান। বিধি মোতাবেক সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের কাজ শুরুর আগে টেন্ডার বিক্রির টাকা (রাজস্ব) সরকারি কোষাগারে জমা হওয়ার নিয়ম রয়েছে। অথচ বেশ কয়েকটি প্রকল্পের সিডিউলের টাকা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কোষাগারে জমা দেননি।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চাঁদপুর শহর রক্ষা প্রকল্প, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ী রক্ষা প্রকল্প, ভোলা শহর সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) ও ভোলা জেলাধীন লালমোহন উপজেলার অতি ঝঁকিপূর্ণ অংশে ভাঙ্গন রক্ষা প্রকল্পের (১ম সংশোধিত) বিশেষ অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ২০০৫-২০০৬ হতে ২০১০-২০১১ অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়িত হয়। বৈঠকে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থ বছরের ব্যয়ের রেকর্ডপত্র সরবরাহে অপারগতা প্রকাশ করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কমিটির সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, প্রফেসর ডা. আ ফ ম রূহুল হক, মোঃ মোসলেম উদ্দিন, ডা. রুস্তম আলী ফরাজী, মোঃ আফছারুল আমীন এবং শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডেপুটি সিএন্ডএজি মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকার পাহাড় গড়েছেন তারা

টেন্ডার বিক্রির টাকা কই, প্রশ্ন সংসদীয় কমিটির

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত প্রকল্পের দরপত্র সিডিউল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় অডিট আপত্তির বিষয়ে এসব টাকা কোথায় গেল তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আগামী ৫ কর্মদিবসের মধ্যে টেন্ডারের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অডিট নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত অডিট রিপোর্টে প্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের কাছে কমিটির সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের এই টাকার সন্ধান চান। বিধি মোতাবেক সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের কাজ শুরুর আগে টেন্ডার বিক্রির টাকা (রাজস্ব) সরকারি কোষাগারে জমা হওয়ার নিয়ম রয়েছে। অথচ বেশ কয়েকটি প্রকল্পের সিডিউলের টাকা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কোষাগারে জমা দেননি।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চাঁদপুর শহর রক্ষা প্রকল্প, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ী রক্ষা প্রকল্প, ভোলা শহর সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) ও ভোলা জেলাধীন লালমোহন উপজেলার অতি ঝঁকিপূর্ণ অংশে ভাঙ্গন রক্ষা প্রকল্পের (১ম সংশোধিত) বিশেষ অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ২০০৫-২০০৬ হতে ২০১০-২০১১ অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়িত হয়। বৈঠকে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থ বছরের ব্যয়ের রেকর্ডপত্র সরবরাহে অপারগতা প্রকাশ করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কমিটির সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, প্রফেসর ডা. আ ফ ম রূহুল হক, মোঃ মোসলেম উদ্দিন, ডা. রুস্তম আলী ফরাজী, মোঃ আফছারুল আমীন এবং শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডেপুটি সিএন্ডএজি মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।