বাঙালী কণ্ঠ নিউজঃ মতবিনিময় সভায় পর্যবেক্ষক সংস্থার ২৫ জন প্রতিনিধি অংশ নেন।
পর্যবেক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের পরামর্শ নিয়েই প্রণয়ন করেছি। যাদেরকে নির্বাচনি দায়িত্ব পালনে মাঠে পাঠাবেন, তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে আশা করি। পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে গিয়ে যেন সামগ্রিক ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং করেন। সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে পক্ষপাতহীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অপনারা দায়িত্বপালন করবেন এটাই প্রত্যাশা করি।’
সিইসি আরও বলেন, ‘আপনারা নির্বাচন চলাকালে মাঠে ময়দানে বিচরণ করবেন। আপনারা সঠিক সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন। আপনাদের পরামর্শ আমরা গুরুত্বসহকারে গ্রহন করবো এবং বিবেচনা করবো।’