ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বাঙালী কণ্ঠ নিউজঃ কুমিল্লায় পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদল কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় মহানগর যুবদল সভাপতিসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদল-যুবদল বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে তা উপেক্ষা করে নেতাকর্মীরা কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

এর আগে নগরীর রামঘাট থেকে কান্দিরপাড় মিছিল নিয়ে আসে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, পুলিশ বিনা কারণে তাদের মিছিলে হামলা করে। এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করায় তাদের সরে যেতে বলা হয়। তারা বাধা না মেনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ কুমিল্লায় পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদল কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় মহানগর যুবদল সভাপতিসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদল-যুবদল বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে তা উপেক্ষা করে নেতাকর্মীরা কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

এর আগে নগরীর রামঘাট থেকে কান্দিরপাড় মিছিল নিয়ে আসে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, পুলিশ বিনা কারণে তাদের মিছিলে হামলা করে। এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করায় তাদের সরে যেতে বলা হয়। তারা বাধা না মেনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।