বাঙালী কণ্ঠ নিউজঃ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসি ভবনে সচিব হেলালুদ্দীন আহমদের হাতে ২০১৭ সালের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব তুলে দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধিরা। এতে দলটির আয় দেখানো হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।
দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে—নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি (উপনির্বাচন), দলের পত্রিকা, সাময়িকী ও বই–পুস্তক বিক্রি, বিজ্ঞাপন (উত্তরণ), অনুদান, প্রাথমিক সদস্য ফরম বিক্রি, জেলা মঞ্জুরি ফি, পুরোনো কাগজ বিক্রি, ভবন নির্মাণের জন্য অনুদানসহ বিবিধ আয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন আয়–ব্যয়ের এই হিসাব জমা দেন। উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা দেখানো হয়েছে।