ঢাকা , বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা

বাঙালী কণ্ঠ নিউজঃ ঈদ পরবর্তী দলীয় কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। শুক্রবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, দলীয় চেয়ারপারসনের মুক্তি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমাকে বললে আমি সাথে সাথে জানিয়ে দেব।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ ঈদ পরবর্তী দলীয় কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। শুক্রবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, দলীয় চেয়ারপারসনের মুক্তি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমাকে বললে আমি সাথে সাথে জানিয়ে দেব।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।