ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিপক্ষ ইংল্যান্ড, আত্মবিশ্বাসী বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। যে জয়টি এসেছে ১০ বছর পর। এমন জয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রতিপক্ষ নামেভারে শক্তিশালী হলেও স্কটিশদের বিপক্ষে পাওয়া জয় এ ম্যাচের আগেও সাহস যোগাচ্ছে বাংলাদেশকে।

টি-টোয়েন্টিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে কখনোই এই দলটিকে হারানোর সুখস্মৃতি নেই বাংলাদেশের। আগের তিন বারের দেখায় সবকটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবুও এবার ভিন্ন কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে পাওয়া জয় এ ম্যাচের আগে কিছুটা হলেও সাহসী করে তুলছে জ্যোতির দলকে।

ম্যাচের আগে যা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেন, ‘ইংল্যান্ড অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে।’

মোস্তারি আরও বলেন, ‘অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, সর্বশেষ ওদের বিপক্ষে খেলেছিলাম ওয়ানডেতে। আগামীকাল (আজ) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।’

গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে প্রথমটি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেলে সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে জ্যোতির দল। আর সেই কাজটিই করে রাখতে চায় আয়োজক বাংলাদেশ। যা নিয়ে পেসার জাহানারা আলম বলেন, ‘ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়, আমরা জানি, আগামীকাল (আজ) কঠিন লড়াই হবে। চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। সবাই মিলে যেভাবে প্রথম ম্যাচটি জিতেছি, দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স করতে চাই। ভালো একটা জয় পেয়েছি, সেই মোমেন্টাম ধরে রেখে চেষ্টা করব সামনে এগোনোর। অবশ্যই আমরা জেতার জন্য খেলব, বাকিটা আল্লাহ ভরসা।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রতিপক্ষ ইংল্যান্ড, আত্মবিশ্বাসী বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। যে জয়টি এসেছে ১০ বছর পর। এমন জয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রতিপক্ষ নামেভারে শক্তিশালী হলেও স্কটিশদের বিপক্ষে পাওয়া জয় এ ম্যাচের আগেও সাহস যোগাচ্ছে বাংলাদেশকে।

টি-টোয়েন্টিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে কখনোই এই দলটিকে হারানোর সুখস্মৃতি নেই বাংলাদেশের। আগের তিন বারের দেখায় সবকটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবুও এবার ভিন্ন কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে পাওয়া জয় এ ম্যাচের আগে কিছুটা হলেও সাহসী করে তুলছে জ্যোতির দলকে।

ম্যাচের আগে যা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেন, ‘ইংল্যান্ড অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে।’

মোস্তারি আরও বলেন, ‘অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, সর্বশেষ ওদের বিপক্ষে খেলেছিলাম ওয়ানডেতে। আগামীকাল (আজ) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।’

গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে প্রথমটি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেলে সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে জ্যোতির দল। আর সেই কাজটিই করে রাখতে চায় আয়োজক বাংলাদেশ। যা নিয়ে পেসার জাহানারা আলম বলেন, ‘ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়, আমরা জানি, আগামীকাল (আজ) কঠিন লড়াই হবে। চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। সবাই মিলে যেভাবে প্রথম ম্যাচটি জিতেছি, দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স করতে চাই। ভালো একটা জয় পেয়েছি, সেই মোমেন্টাম ধরে রেখে চেষ্টা করব সামনে এগোনোর। অবশ্যই আমরা জেতার জন্য খেলব, বাকিটা আল্লাহ ভরসা।’