ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা আমি তো ডিজিটাল না, এনালগ : রাষ্ট্রপতি

২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে হাস্যেরসে মেতে উঠেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে সংসদ ভবনের ছয় তলায় অধিবেশন কক্ষে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে সংসদ ভবনে নিজের চেম্বারে ফেরার সময় ঢোকেন সাংবাদিক লাউঞ্জে।  প্রটোকলের মধ্যেই চেয়ারে বসে প্রায় ১০ মিনিট গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রপতি বলেন, ডেবিট কার্ড,


ক্রেডিট কার্ড আমি বুঝি না।  আমি টেহাও জমা দেই চেকের মাধ্যমে।  এসময় এক সাংবাদিক রাষ্ট্রপতিকে বলেন, স্যার, সরকার তো ডিজিটাল।  একথা বলার পর রাষ্ট্রপতি বলেন, বাবা আমি তো ডিজিটাল না, এনালগ।

এসময় তিনি স্বভাবসূলভ ভঙ্গিতে সাংবাদিকের কুশল জানতে চান।  সাংবাদিকরা রাষ্ট্রপতিকে কাছে পেয়ে তার শরীরের খোঁজ-খবর জানতে চান।

রাষ্ট্রপতি এসময় বলেন, আমি যখন এখান থেকে যাই, তখন ছিলাম ৬৮ কেজি, এখন ৬৯ কেজি।  এই কয়েক বছরে এক কেজি বাড়ছে।  এই এক কেজি বাড়ছে খোয়াড়ের মধ্যে থাকি তো, তাই।  খোয়াড়ের মধ্যে থাকলে ওজন বাড়ে।

এসময রাষ্ট্রপতি পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোঁজ-খবর নেন।  লাউঞ্জে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকমতো আছে কি না জানতে চান রাষ্ট্রপতি।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মধ্যেই সাংবাদিক লাউঞ্জে যেতেন মো. আবদুল হামিদ।  রাষ্ট্রপতি হিসেবে এ নিয়ে পঞ্চমবারের মতো সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাবা আমি তো ডিজিটাল না, এনালগ : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬

২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে হাস্যেরসে মেতে উঠেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে সংসদ ভবনের ছয় তলায় অধিবেশন কক্ষে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে সংসদ ভবনে নিজের চেম্বারে ফেরার সময় ঢোকেন সাংবাদিক লাউঞ্জে।  প্রটোকলের মধ্যেই চেয়ারে বসে প্রায় ১০ মিনিট গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রপতি বলেন, ডেবিট কার্ড,


ক্রেডিট কার্ড আমি বুঝি না।  আমি টেহাও জমা দেই চেকের মাধ্যমে।  এসময় এক সাংবাদিক রাষ্ট্রপতিকে বলেন, স্যার, সরকার তো ডিজিটাল।  একথা বলার পর রাষ্ট্রপতি বলেন, বাবা আমি তো ডিজিটাল না, এনালগ।

এসময় তিনি স্বভাবসূলভ ভঙ্গিতে সাংবাদিকের কুশল জানতে চান।  সাংবাদিকরা রাষ্ট্রপতিকে কাছে পেয়ে তার শরীরের খোঁজ-খবর জানতে চান।

রাষ্ট্রপতি এসময় বলেন, আমি যখন এখান থেকে যাই, তখন ছিলাম ৬৮ কেজি, এখন ৬৯ কেজি।  এই কয়েক বছরে এক কেজি বাড়ছে।  এই এক কেজি বাড়ছে খোয়াড়ের মধ্যে থাকি তো, তাই।  খোয়াড়ের মধ্যে থাকলে ওজন বাড়ে।

এসময রাষ্ট্রপতি পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোঁজ-খবর নেন।  লাউঞ্জে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকমতো আছে কি না জানতে চান রাষ্ট্রপতি।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মধ্যেই সাংবাদিক লাউঞ্জে যেতেন মো. আবদুল হামিদ।  রাষ্ট্রপতি হিসেবে এ নিয়ে পঞ্চমবারের মতো সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।