জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানে গত চারদিনে গ্রেপ্তার হয়েচে সাড়ে ১১ হাজারেরও বেশি লোক। এরমধ্যে ১৪৫ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত শুক্রবার ১০ জুন থেকে ওই অভিযানটি শুরু করা হয়। আজ ১৬ জুন (বুধবার) চলছে এই অভিযানের ষষ্ঠদিন। এক সপ্তাহ পর্যন্ত এই অভিযান চলবে বলে পুলিশ
সূ্ত্রে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩,১১৫জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন জঙ্গি বলে জানাচ্ছে পুলিশ। এ নিয়ে গত চারদিনে মোট গ্রেপ্তার হলো ১১ হাজার ৬৮৪ জন।
পুলিশ বলছে, জঙ্গি এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে জঙ্গি ছাড়াও তালিকাভুক্ত আসামী রয়েছে যারা মাদক বিক্রিসহ নানা ধরণের অপরাধে জড়িত।
সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর একাধিক হামলা এবং চট্টগ্রামে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার ঘটনার পর এই অভিযান শুরু করে পুলিশ।